আইফোনে এই লুকানো সুবিধাটি চালু করে ডাটা সাশ্রয় করুন!

আইওএস ১৩ বা এর পরের আইওএস ভার্সনে থাকা আইফোনগুলোতে “লো ডাটা মোড” ফিচারটি রয়েছে। এই পোস্টে জানবেন লো ডাটা মোড ব্যবহার করলে কি হয় ও কিভাবে লো ডাটা মোড ফিচারটি চালু করবেন ও বন্ধ করবেন।

আইফোনে লো ডাটা মোড কি?

লো ডাটা মোড ব্যবহারে আইফোন এর অ্যাপগুলো কম ডাটা ব্যবহার করে। যদিওবা ইন্টারনেট ব্যবহারের পরিমাণ অ্যাপের উপর নির্ভর করে, তবুও লো ডাটা মোড চালু করলে কিছু সাধারণ বিষয় ফোনের সকল অ্যাপের ক্ষেত্রে প্রযোজ্য হয়। যথাঃ

  • ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ বন্ধ হয়ে যায়
  • অটোমেটিক ডাউনলোড ও ইন্টারনেট ভিত্তিক ব্যাকাপ বন্ধ হয়ে যায়
  • মিউজিক ও ভিডিও স্ট্রিমিং কোয়ালিটি কমে যায়
  • অ্যাপ ব্যাকগ্রাউন্ডে থাকলে উক্ত অ্যাপ ডাটা ব্যবহার করেনা

আবার অ্যাপভিত্তিক কিছু পরিবর্তন আসে আইফোনে লো ডাটা মোড চালু করলে। যেমনঃ

  • অ্যাপ স্টোরঃ অটোমেটিক আপডেট, ডাউনলোড ও ভিডিও অটো-প্লে বন্ধ হয়ে যায়
  • ফেসটাইমঃ ব্যান্ডউইথ কম ব্যবহার করতে বিটরেট কমে যায়
  • আইক্লাউডঃ আপডেট ও অটোমেটিক ব্যাকাপ বন্ধ হয়ে যায়
  • মিউজিকঃ হাই-কোয়ালিটি স্ট্রিমিং ও অটোমেটিক ডাউনলোড বন্ধ হয়ে যায়

লো ডাটা মোড কখন কাজে আসতে পারে

বিভিন্ন ক্ষেত্রে লো ডাটা মোড বেশ কাজে আসতে পারে। আপনার যদি আনলিমিটেড ডাটা প্ল্যন না থাকে কিংবা কোনো লো ডাটা স্পিডের স্থানে ভ্রমণ করেন, সেক্ষেত্রে লো ডাটা মোড কাজে আসতে পারে। লো ডাটা মোড যেহেতু ব্যাকগ্রাউন্ডে ইন্টারনেট ব্যবহার বন্ধ করে দেয়, তাই ইন্টারনেট দুর্বল থাকলে ব্যবহারের উপযোগী ইন্টারনেট সংযোগ পাওয়া যায় এই ফিচার ব্যবহার করে।

আইফোনে লো ডাটা মোড কি ও কিভাবে ব্যবহার করবেন

আইফোনে লো ডাটা মোড চালু করার নিয়ম

আইফোনে ওয়াই-ফাই ও মোবাইল ডাটার জন্য লো ডাটা মোড চালু করা যাবে। ওয়াই-ফাই তে লো ডাটা মোড ব্যবহার করতেঃ

  • ফোনের সেটিংসে প্রবেশ করুন
  • Wi-Fi সিলেক্ট করুন
  • এরপর কানেক্টেড নেটওয়ার্ক এর পাশে থাকা ইনফো আইকনে (i) ক্লিক করুন
  • Low Data Mode টোগল অন করে দিন

মোবাইল ডাটাতে লো ডাটা মোড চালু করতেঃ

  • ফোনের সেটিংসে প্রবেশ করুন
  • Cellular বা Mobile Data সিলেক্ট করুন
  • এরপর Cellular Data Options বা Mobile Data Options সিলেক্ট করুন
  • Low Data Mode এর পাশে থাকা টোগল অন করে দিন

এছাড়া আপনি আইফোন ১৩ সিরিজের ফোন ব্যবহারকারী হলে স্মার্ট ডাটা মোড ফিচারটি দেখতে পারেন।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

আইফোনে লো ডাটা মোড বন্ধ করার নিয়ম

লো ডাটা মোড অফ বা বন্ধ করে দিলে সেক্ষেত্রে অটোমেটিক ডাউনলোড, ব্যাকগ্রাউন্ড রিফ্রেশ, ইত্যাদি ফিচার পুনরায় কাজ করে। আইফোনে লো ডাটা মোড প্রয়োজন না হলে বেশ সহজে বন্ধ করতে পারবেন। ওয়াই-ফাই এর লো ডাটা মোড বন্ধ করতেঃ

  • ফোনের সেটিংসে প্রবেশ করুন
  • Wi-Fi সিলেক্ট করুন
  • এরপর কানেক্টেড নেটওয়ার্ক এর পাশে থাকা ইনফো আইকনে (i) ক্লিক করুন
  • Low Data Mode এর পাশে থাকা টোগল অফ করে দিন

মোবাইল ডাটাতে লো ডাটা মোড ফিচার বন্ধ করতেঃ

  • ফোনের সেটিংসে প্রবেশ করুন
  • Cellular বা Mobile Data সিলেক্ট করুন
  • এরপর Cellular Data Options বা Mobile Data Options সিলেক্ট করুন
  • Low Data Mode এর পাশে থাকা টোগল অফ করে দিন

👉 হারানো আইফোন খুঁজে পাওয়ার উপায়

এছাড়া আপনি আইফোন ১৩ সিরিজের ফোন ব্যবহারকারী হলে স্মার্ট ডাটা মোড ফিচারটি দেখতে পারেন। সেটি আপনার ফোনে ৫জি নেটওয়ার্কের নিয়ন্ত্রিত ব্যবহার নিশ্চিত করে ব্যাটারি সাশ্রয় করতে পারে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *