ফেসবুকে আসছে নতুন এনিমেটেড ইমোটিকন

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক সাইটটির ইন্সট্যান্ট মেসেজিং (চ্যাট) ফিচারে নতুন এনিমেটেড স্টিকার সেট চালু করতে যাচ্ছে। টেকক্রাঞ্চ এর সাম্প্রতিক এক প্রতিবেদন থেকে জানা যায়, পিক্সার স্টুডিও’র চিত্রশিল্পী ম্যাট জোনস অঙ্কিত এসব ইমোটিকন নিয়ে ফেসবুক তাদের চ্যাটিং সেবা আরও একধাপ এগিয়ে নিতে চাচ্ছে।

প্রাথমিকভাবে এন্ড্রয়েড এবং আইওএস এপে ব্যবহৃত স্টিকার প্যাকে পরিবর্তন-পরিবর্ধনের মধ্য দিয়ে প্রক্রিয়াটি শুরু হয়েছে। ফিন্স নামের নতুন যুক্ত ইমোটিকন প্যাক ব্যবহারকারীদের অনুভূতির আরও স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ করবে বলে ভাবছে ফেসবুক কর্তৃপক্ষ। আর এজন্য মনোবিজ্ঞান বিশেষজ্ঞের পরামর্শও নিয়েছে স্টিকার সেট ডেভলপার টিম।

facebook finch stickersফেসবুক মেসেজিং ফিচার সাইটটির সদস্যদের বন্ধু-বান্ধব ও অন্যান্যদের সাথে সহজে যোগাযোগ স্থাপনে সাহায্য করে। আর ইমোটিকনস এগুলো আরও প্রাণবন্ত করে তোলে। স্টিকার হচ্ছে মনের ভাব প্রকাশের মজার ও দ্রুত একটি উপায়।

সদ্য যুক্ত হওয়া স্টিকার প্যাক দেখতে দারুণ হলেও এর চোখের নড়াচড়া মাঝেমাঝে সঠিক ভাব প্রকাশের ক্ষেত্রে সফল নাও হতে পারে। তবে উক্ত বাগ বেশি দিন থাকবেনা বলেই আশা করা হচ্ছে।

স্কাইপ, গুগল প্লাস প্রভৃতি মেসেজিং সার্ভিসে বহুদিন আগে থেকেই এনিমেটেড ইমোটিকন ব্যবহৃত হয়ে আসছে। এদিক থেকে ফেসবুক কিছুটা হলেও পিছিয়ে আছে। নতুন এসব ইমোটিকন আপাতত আইওএস এবং এন্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য বিবেচিত হলেও পরবর্তীতে অন্যান্য ভার্শনেও এদেরকে খুঁজে পাওয়ার আশা করতে পারেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *