দেশে থ্রিজি লাইসেন্সের জন্য অনুষ্ঠিতব্য নিলামে অংশ গ্রহণে আগ্রহ প্রকাশ করেছে তিনটি বিদেশী অপারেটর। এর মধ্যে দুটি কোম্পানি এশিয়া অঞ্চলের এবং একটি ইউরোপের। চলতি মাসেই উক্ত তিন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)’র উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে দেখা করে বিষয়টি নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান সুনীল কান্তি বোস।
বিডিনিউজ ২৪ ডট কম বিটিআরসি চেয়ারম্যানের উদ্ধৃতি দিয়ে লিখছে, “ওই বিদেশি অপারেটরগুলোর প্রতিনিধিরা বাংলাদেশে টেলিকম খাতে বিনিয়োগ পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। পাশাপাশি তারা থ্রি-জি নিলামে অংশ নিতে চায় বলে জানিয়েছে।”
কল্পনা করুনঃ দেশব্যাপী থ্রিজি!
আগেই হয়ত জেনে থাকবেন, আগামী ২৪ জুন বাংলাদেশে তৃতীয় প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক সেবা থ্রিজি লাইসেন্স নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতোপূর্বেই এ সঙ্ক্রান্ত নীতিমালা প্রকাশ করেছে বিটিআরসি। এতে একটি বিদেশী অপারেটরকে লাইসেন্স দেয়ার ব্যাপারে উল্লেখ আছে।
এক্ষেত্রে আগামী ১২ মে’র মধ্যে সকল আগ্রহী কোম্পানিকে আবেদনপত্র জমা দিতে হবে এবং যাচাই-বাছাই শেষে ২০ মে প্রাথমিকভাবে নিলামে যোগ্য অপারেটরের নাম প্রকাশিত হবে। ৩০ মে নাগাদ বিড আর্নেস্ট মানি হিসেবে ২০ মিলিয়ন মার্কিন ডলার জমা পাওয়ার পর ৫ জুন নিলামে অংশগ্রহণযোগ্য অপারেটরের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এ সঙ্ক্রান্ত আরও তথ্য পেতে আমাদের এই পোস্টটি দেখতে পারেন।
বর্তমানে দেশের ছয়টি মোবাইল অপারেটরের মধ্য শুধুমাত্র রাষ্ট্রায়ত্ব টেলিটক পরীক্ষামূলকভাবে থ্রিজি সেবা প্রদান করছে। তবে নিলামে অংশ না নিলেও নীতিমালা অনুযায়ী বিডে ওঠা দর অনুযায়ী টেলিটককেও অর্থ পরিশোধ করেই লাইসেন্স নিতে হবে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।