৪০০ ডলারের নীচে নেমে গেল অ্যাপল শেয়ার মূল্য!

বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের শেয়ার মূল্যে আবারও উল্লেখযোগ্য নিম্নগতি শুরু হয়েছে। ডিসেম্বর ২০১১ এর পর গতকাল বুধবার কোম্পানিটির স্টক প্রাইস প্রথমবারের মত ৪০০ ডলারের নীচে (৩৯৮.১১) নেমে যায়। ফলে এক্সন মবিলের কাছে বিশ্বের সবচেয়ে মূল্যবান পাবলিক কোম্পানির অবস্থান হারায় আইফোন নির্মাতা। আইপ্যাড, আইফোনের জন্য অডিও পার্টস সরবরাহকারী ফার্ম সিরাস লজিক এক সাম্প্রতিক প্রতিবেদনে তাদের বিক্রি কমে যাওয়ার দিকে ইঙ্গিত দেয় যা বিনিয়োগকারীদের হতাশ করে ও শেয়ার মূল্যে অবনমনের সূচনা হয়

আগামী সপ্তাহে অ্যাপল তাদের সর্বশেষ প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে। তখন যদি এর পণ্য চাহিদার নিম্নগতি প্রমাণিত হয় তবে শেয়ার মূল্যে আরও অবনতি আসার সম্ভাবনা রয়েছে। মূলত এজন্যই বিনিয়োগকারীরা ঝুঁকি কমাতে আগে থেকে স্টক বিক্রি করে দিতে উদ্যত হয়েছিল।

বাজার ধরে রাখতে অ্যাপলকে আরও উদ্ভাবনী হতে হবে

বিভিন্ন সূত্রের ধারণা অনুযায়ী, সাপ্লাইয়ার সিরাসের ৯০ শতাংশ বিক্রয়লব্ধ অর্থের সাথেই সম্পর্কযুক্ত অ্যাপল। সুতরাং প্রতিষ্টানটির আগামী প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে খুব বেশি চমক না থাকার সম্ভাবনাই বেশি।

সাম্প্রতিক বছরগুলোতে অসাধারণ সফলতা লাভ করে অ্যাপল। কিন্তু সেই সাথে বিনিয়োগাকারী এবং প্রতিযোগী কোম্পানিগুলো থেকেও ধীরে ধীরে ক্রমবর্ধমান চাপের মুখোমুখি হতে শুরু করেছে মার্কিন এই প্রযুক্তি পণ্য নির্মাতা। এর জনপ্রিয় আইফোনআইপ্যাডের বিক্রি বৃদ্ধি পেলেও তা বাজার প্রত্যাশাকে পূরণ করতে ব্যর্থ হয়েছে- ফলে শেয়ারমূল্যে অবনতি লেগেই আছে।

অপরদিকে অ্যাপলের প্রধান প্রতিদ্বন্দ্বী স্যামসাংয়ের মার্কেট শেয়ার দিন দিন বেড়েই চলছে। স্মার্টফোন ও কম্পিউটিং উভয় ক্ষেত্রেই দারুণ সাফল্যের স্বাক্ষর রেখেছে কোরীয় এই প্রতিষ্ঠান। গবেষণা ফার্ম গার্টনারের রিপোর্ট অনুযায়ী, ২০১২ সালের শেষ তিন মাসে স্যামসাং বিক্রি করেছিল ৬৪.৫ মিলিয়ন স্মার্টফোন; অপরদিকে অ্যাপলের বিক্রি ছিল মাত্র ৪৩.৫ মিলিয়ন ইউনিট আইফোন

এছাড়া এই সময়ের মধ্যে স্যামসাং তাদের ট্যাবলেট পিসি মার্কেট শেয়ারও দ্বিগুন (১৫.১%) করে নিয়েছে। কিন্তু অ্যাপল আইপ্যাডের বাজার পূর্বের ৫১.৭% থেকে কমে ৪৩.৬% এ নেমে গিয়েছে। কোন কোন বিশ্লেষকরা মনে করেন, উদ্ভাবনী ফিচারের অভাবে শেষ পর্যন্ত উইন্ডোজ ৮ ডিভাইসের কাছে বাজার হারাতে পারে অ্যাপল আইপ্যাড

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *