আপনার অব্যবহৃত গুগল একাউন্টের সমস্ত তথ্যের ব্যবস্থাপনা নিশ্চিত করার উদ্দেশ্যে নতুন এক টুল নিয়ে এসেছে গুগল। ভোক্তার অন্য কোন একাউন্টে স্থানান্তর অথবা মৃত্যুজনিত কারণে পূর্বের গুগল ঠিকানা ব্যবহার বন্ধ হয়ে গেলে “ইন্যাক্টিভ একাউন্ট ম্যানেজার” টুল ভোক্তা-তথ্যের ব্যাপারে (আগে থেকেই নির্ধারিত) ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এই বিষয়ে সাম্প্রতিক এক ব্লগ পোস্টে “ডিজিটাল আফটার-লাইফ” সংক্রান্ত বিস্তারিত আলোচনা করেছে গুগল।
আফটারলাইফ ইন্টারনেটঃ সময় হয়েছে আরও সামনে এগিয়ে চিন্তা করার
এখন থেকে গুগল একাউন্ট সেটিংস অপশনে গিয়ে আপনি একটি “টাইমআউট” পিরিয়ড নির্দিষ্ট করে দিতে পারবেন। এই সময়কাল অতিক্রান্ত হওয়ার ১ মাস পূর্বে গুগল আপনাকে নোটিফিকেশন পাঠাবে।
আর টাইমআউট পিরিয়ডের মধ্যে যদি একাউন্টে সাইন-ইন না করেন, তাহলে গুগল ধরে নেবে, উক্ত ঠিকানাটি আপনি আর ব্যবহার করছেন না এবং প্রথমেই পূর্বনির্ধারিত ফোন নম্বর অথবা ইমেইল এড্রেসে এ সঙ্ক্রান্ত বার্তা নিয়ে যোগাযোগ করবে।
ইন্যাক্টিভ একাউন্ট ম্যানেজারে আপনি ১০টি বিশ্বস্ত কন্টাক্ট যোগ করতে পারবেন যারা আপনার গুগল একাউন্টের (সমস্ত অথবা আংশিকঃ পূর্বনির্ধারিত) তথ্যসমূহ যেমন জিমেইল, গুগল প্লাস, ইউটিউব, গুগল ভয়েস, ব্লগার, ড্রাইভ, পিকাসা ওয়েব অ্যালবাম ইত্যাদিতে এক্সেস পাবেন। শেষ ধাপে, বাছাইকৃত ব্যক্তির সাথে যোগযোগের পরে আপনি চাইলে গুগল আপনার পুরো একাউন্টটিই মুছে ফেলবে।
অবশ্য “আফটার লাইফ ডেটা ম্যানেজমেন্ট” ফিচার চালু করার ক্ষেত্রে গুগলই প্রথম নয়। ফেসবুক তাদের “মেমোরিয়ালাইজিং” অপশন গত হয়ে যাওয়া বন্ধুদের স্মৃতি সাইটটিতে ধরে রাখার ব্যবস্থা করেছে। ফেসবুক কর্তৃপক্ষ এসব ক্ষেত্রেও কোন ব্যবহারকারীর লগইন তথ্য সরবরাহ করে না। টুইটারেও এ ধরণের ফিচার চালু আছে, তবে সেটি একটু জটিল। এক্ষেত্রে নির্ধারিত ব্যক্তির জন্মসনদ, ড্রাইভিং লাইসেন্স, স্বাক্ষরিত স্টেটমেন্ট প্রভৃতি পাঠাতে হয়।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।