ফেসবুকে আমরা সবাই বন্ধুদের সাথে মেসেজ আদান-প্রদান করি। ফেসবুকের ওয়েবসাইট ভিজিট করে কিংবা ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে এতে চ্যাটিং করা যায়। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে, ফেসবুকে আপনাকে পাঠানো অনেক মেসেজই আপনি দেখতে পারেন না। ফেসবুকের কিছু ফিল্টার আছে যেগুলো মূলত স্প্যাম (অনাকাঙ্ক্ষিত) ম্যাসেজগুলো চিহ্নিত করে সেগুলো ইনবক্স পর্যন্ত পৌঁছাতে দেয়না। ফলে আপনিও সেগুলো দেখতে পারেননা। কিন্তু এই স্প্যাম ফিল্টারেরও কিছু ভুল হয়।
ফেসবুকে যে আপনার বন্ধু না এবং যার সাথে আপনার মিউচ্যুয়াল ফ্রেন্ড খুব কম, এমন কেউ যদি আপনাকে মেসেজ পাঠায় তাহলে সেগুলো সরাসরি আপনার ইনবক্সে আসার সম্ভাবনা খুব কম। তারা আপনাকে ‘মেসেজ রিকোয়েস্ট’ পাঠাতে পারবে যা আপনাকে নোটিফিকেশন দিয়ে জানাবে ফেসবুক। আপনি যদি তা টের পান এবং মেসেজ রিকোয়েস্টে সাড়া দিয়ে মেসেজটি ওপেন করেন তাহলে সেই ব্যক্তির সাথে চ্যাট করতে পারবেন। অন্যথায় মেসেজ রিকোয়েস্টে সেই ব্যবহারকারী কী বলল তা আপনি জানতে পারবেন না।
এ তো গেলো ফেসবুক মেসেজে লুকায়িত থাকা মেসেজ রিকোয়েস্টের কথা। ফেসবুকের মেসেজ বক্সে আরও কয়েকটি লুকায়িত ইনবক্স আছে। আরেকটি হল ‘আদার’ ইনবক্স। এই মেসেজ বক্সে ‘ফিল্টারড’ ক্যাটেগরিতেও অনেক গুরুত্বপূর্ণ মেসেজ আটকে যায়।
কীভাবে দেখবেন আপনার ফেসবুকের গোপন ইনবক্স?
মোবাইল ব্রাউজারে
খুব সহজ। আপনি যদি মোবাইলে ব্রাউজারে ফেসবুক ব্যবহার করেন তাহলে https://m.facebook.com/messages/ লিংক ভিজিট করলে পেইজের নিচের দিকে কিছু লিংক দেখতে পাবেনঃ
- View Message Requests
- View Filtered Messages
- View Archived Messages
- View Unread Messages
- View Spam Messages
এগুলোর প্রত্যেকটি লিংক ভিজিট করুন। এতে আপনি এমন কিছু মেসেজ পাবেন যা আপনার মূল ইনবক্সে নেই! তবে Spam Messages লিংকে গেলে সাধারণত ফেইক আইডি থেকে পাঠানো ভুয়া মেসেজ থাকার সম্ভাবনাই বেশি।
ডেস্কটপ কম্পিউটারে
কম্পিউটার থেকে যেকোনো ব্রাউজারের মাধ্যমে গোপন মেসেজসমূহ দেখতে পারবেন। কম্পিউটার থেকে গোপন মেসেজসমূহ দেখতেঃ
- যেকোনো ব্রাউজার থেকে Facebook.com এ প্রবেশ করুন, ফেসবুকে লগিন করুন
- এরপর ডানদিকের টপ টুলবারে থাকা মেসেঞ্জার আইকনে ক্লিক করুন
- টপে থাকা থ্রি-ডট বাটনে ক্লিক করুন ও Message Requests সিলেক্ট করুন
ফেসবুক মেসেঞ্জারে
মেসেঞ্জার অ্যাপ থেকেও বেশ সহজে লুকায়িত মেসেজসমূহ খুঁজে বের করা যাবে। মেসেঞ্জার অ্যাপ থেকে হিডেন মেসেজসমূহ খুঁজে বের করতেঃ
- মেসেঞ্জার অ্যাপে প্রবেশ করুন
- প্রোফাইল পিকচার আইকনে ট্যাপ করুন
- “Message Requests” সিলেক্ট করুন
- এরপর “You May Know” ও “Spam” শিরোনামে দুইটি ট্যাব দেখতে পাবেন
আপনি কি ফেসবুকের লুকায়িত মেসেজ বক্সে গুরুত্বপূর্ণ কোনো মেসেজ পেয়েছেন? আমাদের জানান কমেন্ট সেকশনে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।