ইন্টারনেট কোম্পানি গুগল প্রতিনিয়তই নতুন নতুন আবিষ্কার-উদ্ভাবন দিয়ে আলোচনার মধ্যে থাকতে পছন্দ করে। ডিজিটাল দুনিয়ার বাইরে এনালগ বাস্তবতায়ও প্রতিষ্ঠানটির সরব পদচারনা। হোম এপ্লিকেশন, চালকবিহীন গাড়ি, স্মার্ট গ্লাস প্রভৃতি পণ্যের পর এবার গুগল প্রদর্শন করল কথা বলা জুতো। হ্যাঁ আপনি ঠিকই পড়েছেন। এসএক্সএসডব্লিউ শো’তে গুগল এমন এক মডেলের জুতো প্রদর্শন করেছে যা কথা বলতে পারে।
এর মধ্যে রয়েছে বিল্ট-ইন সেন্সর, স্পিকার এবং ওয়্যারলেস কানেক্টিভিটি। জুতোটি ব্লুটুথের মাধ্যমে কম্পিউটার এবং স্মার্টফোনের সাথে যুক্ত হতে পারে। গুগল জুতোয় খুব বেশি আহামরি প্রযুক্তি ব্যবহার করা হয়নি। এর প্রায় সমস্ত কাজই বিদ্যমান স্মার্ট ডিভাইসে সম্ভব। প্রকৃতপক্ষে সার্চ কোম্পানিটি নিজেদের একটু আলাদাভাবে উপস্থাপনের জন্যই এটি তৈরি করেছে।
গুগল জুতো পরে আপনি হাঁটাচলা করার সময় আশেপাশে আগুন লাগলে এটি জরুরী নাম্বারে কল করবে কিনা তা জনতে চাইবে। আপনার গতি সম্পর্কেও এটি বিভিন্ন উৎসাহমূলক কথাবার্তা বলবে এবং সে সম্পর্কিত মন্তব্য করবে।
আপনি যদি একজোড়া গুগল জুতো কিনতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে এবার জানিয়ে রাখছি- সার্চ কোম্পানি গুগল জুতা-স্যান্ডেলের ব্যবসায় নামছে না। আরও সহজে বলি, কথা বলা জুতো বাণিজ্যিকভাবে বাজারে ছাড়ার কোন পরিকল্পনা গুগলের নেই।
এটি হচ্ছে প্রতিষ্ঠানটির একটি “আর্ট, কপি এন্ড কোড” উদ্যোগ যা মূলত নিজেদের অবস্থান সম্পর্কে অন্যরকম এক বার্তা জানান দেয়ার জন্যই গ্রহণ করা হয়েছে। অবশ্য বিক্রি করার সিদ্ধান্ত নিলেও কতজন ক্রেতা পণ্যটি কিনত সেই প্রশ্নও থেকে যায়।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।