ওয়েব সেবাদাতা কোম্পানি ইয়াহু’র বিভিন্ন সার্ভিস ব্যবহার করার সময় নিশ্চয়ই খেয়াল করেছেন, সাইটটিতে বিকল্প লগইন ইনফরমেশন হিসেবে ফেসবুক ও গুগল আইডি ব্যবহার করার অপশন রয়েছে। ইয়াহু প্রোডাক্টে সাইন-ইন করার জন্য ইয়াহু আইডি না থাকলেও ২০১১ সাল থেকে ব্যবহারকারীদের গুগল বা ফেসবুক ইউজারনেম-পাসওয়ার্ড দিয়ে এগুলোতে লগইন করার সুযোগ দিয়ে আসছে ইয়াহু। কিন্তু এখন সিইও মারিসা মেয়ারের ইয়াহু ঢেলে সাজানোর পরিকল্পনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিচ্ছে কোম্পানিটি।
নতুন নীতিমালাটি কার্যকর হলে ইয়াহু সেবায় লগইন করার জন্য আপনার অবশ্যই একটি ইয়াহু আইডি থাকতে হবে। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র জানিয়েছেন, এর ফলে ইউজারদেরকে আরও পার্সোনালাইজড অভিজ্ঞতা প্রদান করা সম্ভব হবে।
সাইন-ইন অপশন থেকে গুগল-ফেসবুক মুছে ফেলার এই প্রক্রিয়াটি পর্যায়ক্রমে শুরু হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ভোক্তাদের শীঘ্রই অবহিত করবে ইয়াহু। রয়টার্স জানাচ্ছে, একসময় ইয়াহুর সকল সেবা থেকেই গুগল-ফেসবুক সাইন-ইন বাটন মুছে ফেলা হবে।
এখন পর্যন্ত বিকল্প লগইন সিস্টেম চালু রেখেছে ইয়াহু। তবে কতদিন এটি চালু থাকবে সে সম্পর্কে নির্দিষ্ট কোনো সময়সূচী প্রকাশ করেনি ফার্মটি।
আগেই হয়ত জানেন, ইয়াহু আইডি শুধুমাত্র ইমেইলের জন্যই ব্যবহৃত হয় এমনটি না। বরং ইয়াহু স্পোর্টস, ওয়েদার, নিউজ প্রভৃতি হরেক রকম সেবার জন্য সাইটটিতে লগইন করেন ইউজাররা। ভবিষ্যতে এগুলো ব্যক্তিগত একাউন্টের অধীনে ব্যবহার করতে চাইলে ইয়াহুতে একাউন্ট খোলা আবশ্যক হবে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।