নতুন নকিয়া ১০৫ এবং নকিয়া ১১০ এলো ফিচার ফোনে রাজত্ব করতে

নকিয়া তাদের সর্বাধিক বিক্রিত ফিচার ফোন, নকিয়া ১০৫ ও নকিয়া ১১০ এর নতুন সংস্করণ নিয়ে এসেছে। এর আগে ফোন দুইটির সর্বশেষ সংস্করণ মুক্তি পায় ২০১৯ সালে, যা আবার ২০২০সালে আইএফ ডিজাইন এওয়ার্ড জিতে নেয়। ডিজাইনের এই কতৃত্ব বজায় থাকছে নতুন দুইটি ফোনেও।

তবে নকিয়া ১০৫ ও নকিয়া ১১০ এর ডিজাইনে আহামরি কোনো পার্থক্য চোখে পড়বেনা। যদিও নতুন ডিজাইনে হালকা কিছু পরিবর্তন থাকছে। আবার ফোন দুইটির হার্ডওয়্যারও প্রায় একই ধরণের। ফোন দুইটির মধ্যে মূল পার্থক্য হলো এদের ক্যামেরা ও পলিকার্বনেট বডি কালার অপশনে।

২০১৯সালের ভার্সন এর সাথে তুলনা করলে নতুন ডিজাইনকে কিছুটা রিফ্রেশিং মনে হবে। তবে এই দুইটি ফোনে আসা সবচেয়ে বড় আপগ্রেড হলো ইন্টারনাল এফএম এন্টেনা, যার মাধ্যমে এখন থেকে হেডফোন ছাড়াই এফএম রেডিও শোনা যাবে।

উভয় ফোনে এলইডি টর্চ রয়েছে। এছাড়া উভয় ফোনে প্রিলোডেড কিছু গেম থাকবে, যার মধ্যে আবার নকিয়ার আইকনিক স্নেক গেম ও রয়েছে। ফোন দুইটির বক্সে মাইক্রো ইউএসবি চার্জার, রিমুভেবল ব্যাটারি ও কুইক স্টার্ট গাইড থাকবে। যেহেতু ফোনের এফএম শুনতে হেডফোন আর কোনো প্রয়োজন নেই, তাই পূর্বে ফোনের বক্সে থাকা বেসিক হেডফোন থাকছেনা নতুন সংস্করণে

চলুন এক নজরে জেনে নেওয়া যাক নকিয়া ১০৫ ও নকিয়া ১১০ ফোন দুইটির স্পেসিফিকেশন সম্পর্কে।

নকিয়া ১০৫

  • ডাইমেনশনঃ ১৪.৩ x ১১৫.২ x ৪৯.৯ মিলিমিটার
  • ওজনঃ ৭০গ্রাম
  • ডিসপ্লেঃ ১.৭৭ইঞ্চি
  • র‍্যামঃ ৪এমবি
  • স্টোরেজঃ ৪এমবি
  • এসডি কার্ড সাপোর্টঃ ৩২জিবি পর্যন্ত
  • ব্যাটারিঃ ৮০০মিলিএম্প
  • কানেকটিভিটিঃ ২জি (মিনি-সিম)
  • অডিওঃ এফএম রেডিও, এমপি৩ প্লেয়ার
  • সফটওয়ারঃ এস৩০+
  • কালারঃ চারকোল, ব্লু
নতুন নকিয়া ১০৫ এবং নকিয়া ১১০ এলো ফিচার ফোনে রাজত্ব করতে
Nokia 105 (Blue), Nokia 110 (Gold)

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

নকিয়া ১১০

  • ডাইমেনশনঃ ১৪.৩ x ১১৫.২ x ৪৯.৯ মিলিমিটার
  • ওজনঃ ৭২গ্রাম
  • ডিসপ্লেঃ ১.৭৭ইঞ্চি
  • র‍্যামঃ ৪এমবি
  • স্টোরেজঃ ৪এমবি
  • এসডি কার্ড সাপোর্টঃ ৩২জিবি পর্যন্ত
  • কিউভিজিএ ক্যামেরা
  • ব্যাটারিঃ ৮০০মিলিএম্প
  • কানেকটিভিটিঃ ২জি (মিনি-সিম)
  • অডিওঃ এফএম রেডিও, এমপি৩ প্লেয়ার
  • সফটওয়ারঃ এস৩০+
  • কালারঃ চারকোল, সায়ান ও রোজ গোল্ড

নতুন নকিয়া ১০৫ ও নকিয়া ১১০ ফোন দুইটির দাম ও কোন কোন দেশে পাওয়া যাবে সম্পর্কে এখনো কিছু জানায়নি নকিয়া। ধারণা করা হচ্ছে ফোনগুলোর দাম ঠিক আগের মডেলের মত রাখা হতে পারে।

👉 নকিয়া বাটন মোবাইল এর দাম

যেহেতু নতুন ফোনগুলোতে শুধুমাত্র ২জি কানেকটিভিটি রয়েছে, ধারণা করা হচ্ছে ফোনগুলো ২জি অধিক ব্যবহৃত এমন দেশগুলোতে মুক্তি পাবে। ইতিমধ্যে বিশ্বের অধিকাংশ দেশের নকিয়া ১০৫ ও ১১০ এর ৪জি ভার্সন রয়েছে, যার সাথে আমরা সবাই পরিচিত আছি।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *