মটোরোলা মোবাইল এর দাম ২০২৪

এক সময় জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ছিলো মটোরোলা। স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে চরম প্রতিযোগিতার কারণে কিছুটা পিছিয়ে পড়লেও হারিয়ে যায়নি মটোরোলা। সম্প্রতি নিয়মিত দারুণ সব স্মার্টফোন বাজারে নিয়ে আসছে মটোরোলা।

মটোরোলার ডিভাইসগুলো তাদের ইউনিক বডি ল্যাংগুয়েজ ও স্টক অ্যান্ড্রয়েড এর জন্য বেশ সমাদৃত। বাংলাদেশে মটোরোলার অসাধারণ সব ডিভাইস পাওয়া যাচ্ছে। চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশে মটোরোলা স্মার্টফোনের দাম সম্পর্কে।

মটোরোলা এজ ২০ ফিউশন – Motorola Edge 20 Fusion

মটোরোলা এজ২০ ফিউশন ফোনটি একটি ৫জি ফোন। এতে ফিচার এর দিক দিয়ে কমতি নেই কোনোদিকেই। ১০৮মেগাপিক্সেল ক্যামেরা, ৯০হার্জ রিফ্রেশ রেট এর ডিসপ্লে, ৪কে ভিডিও রেকর্ডিং, ইত্যাদি ডিমান্ডিং ফিচার রয়েছে ফোনটিতে। ফোনটির ৫০০০মিলিএম্প এর বিশাল ব্যাটারি বেশ দ্রুত চার্জ করা যাবে বক্সে দেওয়া ৩০ওয়াট চার্জার দ্বারা।

মটোরোলা এজ ২০ ফিউশন এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৭ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০ইউ ৫জি
  • র‍্যামঃ ৬জিবি / ৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১০৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
মটোরোলা এজ ২০ ফিউশন - Motorola Edge 20 Fusion

মটোরোলা এজ ২০ ফিউশন এর দামঃ

  • ৬জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজঃ ৩৬,৯৯৯টাকা
  • ৮জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজঃ ৩৮,৯৯৯টাকা

মটোরোলা মোটো জি৩১ – Motorola Moto G31

মটোরোলা মোটো জি৩১ – Motorola Moto G31

মটোরোলা মিড বাজেটে বেশ ভারসাম্যপূর্ণ কিছু ফোন রেখেছে বাজারে। ২০২১ সালে বাজারে এলেও মোটো জি৩১ সিরিজের এই ফোনটি এখনও বেশ ভালো একটি পছন্দের ফোন হতে পারে। এতে পারফর্মেন্সের জন্য দেয়া হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। এই দামে চলনসই দৈনন্দিন পারফর্মেন্স দিতে পারবে এই প্রসেসর, তবে ভারী কাজের ক্ষেত্রে খুব একটা কার্যকর নয় এটি। আছে ৫০ মেগাপিক্সেলের মেইন লেন্সসহ ৩টি ক্যামেরা। ক্যামেরার দিকে বেশ দৃষ্টি রেখেছে মটোরোলা। মূল ক্যামেরা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা হিসেবেও কাজ করতে পারে। তাছাড়া বেশ ভালো মানের ৬.৪ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে দেয়া হয়েছে, তবে নেই হাই রিফ্রেশ রেট সুবিধা। তাছাড়া ৫০০০ মিলিএম্পের বড় ব্যাটারি দেয়া হয়েছে, তবে ফাস্ট চার্জের সুবিধা নেই। দুটি ভ্যারিয়েন্টে বাজারে পাওয়া যাচ্ছে এই ফোনটি।

মটোরোলা মোটো জি৩১ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৪ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮৫
  • র‍্যামঃ ৪/৬ জিবি
  • স্টোরেজঃ ৬৪/১২৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ট্রিপল (৫০+৮+২ মেগাপিক্সেল) 
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৩ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

মটোরোলা মোটো জি৩১ এর দামঃ

  • ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি রমঃ ১৯,৯৯৯ টাকা
  • ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি রমঃ ২৩,৯৯৯ টাকা

মটোরোলা ই৭ পাওয়ার – Motorola E7 Power

মটোরোলা ই৭ পাওয়ার – Motorola E7 Power

কম বাজেটে ভালো ফিচারযুক্ত ফোন বাজারে নিয়ে আসে মটোরোলার ই সিরিজ। এই ফোনটিও কম দামেই আপনাকে সেরা বিনোদনের অভিজ্ঞতা দেয়ার লক্ষ্যে বাজারে এনেছে মটোরোলা। তাই যারা অনেক বেশি ভিডিও, মুভি বা সিরিজ দেখে থাকেন তাদের পছন্দ হতে পারে এই ফোন। তবে নেই অ্যামোলেড ডিসপ্লে, কম বাজেটের এই ফোনে দেয়া হয়েছে ৬.৫ ইঞ্চির বড় একটি এলসিডি ডিসপ্লে। পারফর্মেন্স দিতে আছে মিডিয়াটেকের হেলিও জি২৫ চিপ। এটি দৈনন্দিন কাজ ও ভিডিও প্লে করতে পারবে সহজেই। আছে ৫০০০ মিলিএম্পের বড় ব্যাটারি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, টাইপ সি পোর্ট ইত্যাদি। ক্যামেরায় আছে ১৩ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ। স্টক অ্যান্ড্রয়েড থাকায় এটি ব্যবহারের অভিজ্ঞতা বেশ ভালো হবে।

মটোরোলা ই৭ পাওয়ার এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫১ ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি২৫
  • র‍্যামঃ ৪ জিবি
  • স্টোরেজঃ ৬৪ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ডুয়াল (১৩+২ মেগাপিক্সেল) 
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

মটোরোলা ই৭ পাওয়ার এর দামঃ ১৩,৯৯৯ টাকা।

মটোরোলা মোটো ই৪০ – Motorola Moto E40

প্রতিযোগিতায় যে অন্যান্য ব্র্যান্ড থেকে মটোরোলা পিছিয়ে নেই, তার প্রমাণ হলো মটোরোলা ই৪০ ফোনটি। ফোনটির ইউনিসক প্রসেসর দেখে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। এই ফোনে ব্যবহৃত ইউনিসক টি৭০০ প্রসেসরটি পোকো এম৩ তে ব্যবহৃত স্ন্যাপড্রাগন ৬৬২ এর সমতুল্য পারফরম্যান্সের দিক দিয়ে। ৪৮মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরার পাশাপাশি ফোনটিতে রয়েছে ৯০হার্জ রিফ্রেশ রেট এর ডিসপ্লে।

মটোরোলা মোটো ই৪০ - Motorola Moto E40

মটোরোলা মোটো ই৪০ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • প্রসেসরঃ ইউনিসক টি৭০০
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি 
  • ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

মটোরোলা মোটো ই৪০ এর দামঃ ১৬,৯৯৯টাকা

মটোরোলা মোটো ই৭ পাওয়ার – Motorola Moto E7 Power

১৫হাজার টাকা বাজেটের ফোন হিসেবে কিছুটা বেমানান স্পেসিফিকেশন মটোরোলা মোটো ই৭ পাওয়ার ফোনটির। বেশ এন্ট্রি লেভেলের চিপসেট এর এই ফোনটির ব্যাপারে আসলে বলার মত আহামরি কিছুই নেই। ১৫হাজার টাকা বাজেটে এর চেয়ে আরো ভালো ফোন বাজারে পেয়ে যাবেন। 

মটোরোলা মোটো ই৭ পাওয়ার - Motorola Moto E7 Power

 মটোরোলা মোটো ই৭ পাওয়ার এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫১ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি২৫
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

মটোরোলা মোটো ই৭ পাওয়ার এর দামঃ ১৩,৯৯৯টাকা

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

মটোরোলা মোটো জি৬০ – Motorola Moto G60

মিড-রেঞ্জ বাজেটে মটোরোলার একটি অসাধারণ ফোন হলো মটোরোলা মোটো জি৬০। একটি আদর্শ ফোনে যা কিছু ফিচার থাকা দরকার, তার প্রতিটি এই ফোনে বিদ্যমান। ২৯হাজার টাকা দামের এই ফোনটিতে রয়েছে শক্তিশালী চিপসেট, ১০৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা ও বিশাল ৬০০০মিলিএম্প এর ব্যাটারি।

মটোরোলা মোটো জি৬০ - Motorola Moto G60

মটোরোলা মোটো জি৬০ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৮ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২জি
  • র‍্যামঃ ৬জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১০৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৬০০০মিলিএম্প

মটোরোলা মোটো জি৬০ এর দামঃ ২৮,৯৯৯টাকা

👉 অপো ফোনের দাম

মটোরোলা মটো জি৪০ ফিউশন – Motorola Moto G40 Fusion

বাংলাদেশের বাজারে দাম ও স্পেসিফিকেশনের বিচারে অন্যসব ফোনের চেয়ে অনেক অনেক এগিয়ে থাকবে মটোরোলা জি৫০ ফিউশন। ফোনটির বেস ভ্যারিয়েন্ট এর দাম ২১হাজার টাকা হলেও ফিচার এর দিক দিয়ে কোনো কমতি নেই ফোনটিতে। ৬৪মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, ১২০হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৬০০০মিলিএম্প এর ব্যাটারি ও মোটো জি৬০ এর মত একই শক্তিশালী প্রসেসর রয়েছে এই ফোনটিতে। 

মটোরোলা মটো জি৪০ ফিউশন - Motorola Moto G40 Fusion

মটোরোলা জি৪০ ফিউশন এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৮ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২জি
  • র‍্যামঃ ৪জিবি / ৬জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি / ১২৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৬০০০মিলিএম্প

মটোরোলা জি৪০ ফিউশন এর দামঃ

  • ৪জিবি র‍্যাম + ৬৪জিবি স্টোরেজঃ ২০,৯৯৯টাকা
  • ৬জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজঃ ২৬,৯৯৯টাকা

👉 কম দামে ভালো ফোন

মটোরোলা মোটো জি১০ পাওয়ার – Motorola Moto G10 Power

১৬হাজারে টাকা বাজেটের মধ্যে অল রাউন্ডার একটি ফোনের খোঁজে থাকলে মটোরোলা মোটো জি১০ পাওয়ার ফোনটি দেখতে পারেন। স্ন্যাপড্রাগন প্রসেসর ও বিশাল ব্যাটারির সাথে ফাস্ট চার্জিং ও রয়েছে ফোনটিতে।

মটোরোলা মোটো জি১০ পাওয়ার - Motorola Moto G10 Power

 মটোরোলা মোটো জি১০ পাওয়ার এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৬০০০মিলিএম্প

মটোরোলা মোটো জি১০ পাওয়ার এর দামঃ ১৫,৯৯৯টাকা

মটোরোলা মোটো জি৯ প্লাস – Motorola Moto G9 Plus

২৮হাজার টাকা বাজেটের আরেকটি অসাধারণ মটোরোলা ফোন হলো মটোরোলা মোটো জি৯ প্লাস। ৬জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজের ফোনটিতে ৬৪মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটাপের পাশাপাশি রয়েছে ৫০০০মিলিএম্প এর বিশাল ব্যাটারি। 

মটোরোলা মোটো জি৯ প্লাস - Motorola Moto G9 Plus

মটোরোলা মোটো জি৯ প্লাস এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৮১ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩০জি
  • র‍্যামঃ ৬জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি 
  • ব্যাক ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

মটোরোলা মোটো জি৯ প্লাস এর দামঃ ২৭,৯৯৯টাকা

👉 ইনফিনিক্স মোবাইলের দাম

মটোরোলা মোটো জি৯ প্লে – Motorola Moto G9 Play

বাজেট সেগমেন্টের আরেকটি অসাধারণ মটোরোলা ফোন হলো মটোরোলা জি৯ প্লে। স্ন্যাপড্রাগন প্রসেসরের পাশাপাশি ফোনটিতে রয়েছে ৪৮মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটাপ। ৫০০০মিলিএম্প এর ব্যাটারির এই ফোনটি ১৭হাজার টাকা বাজেটে অনেকের পছন্দ হতে পারে। 

মটোরোলা মোটো জি৯ প্লে - Motorola Moto G9 Play

মটোরোলা মোটো জি৯ প্লে এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

মটোরোলা মোটো জি৯ প্লে এর দামঃ ১৬,৯৯৯টাকা

মটোরোলা মোটো ই৭ প্লাস – Motorola Moto E7 Plus

১৫হাজার টাকার ফোন, মটোরোলা মোটো ই৭ প্লাস ফোনটি বাজেটের মধ্যে মানানসই স্পেসিফিকেশনের একটি ফোন। স্ন্যাপড্রাগন প্রসেসরের পাশাপাশি ফোনটিতে ৫০০০মিলিএম্প এর বিশাল ব্যাটারি রয়েছে। আবার স্টক অ্যান্ড্রয়েড থাকায় ফোনটির সফটওয়্যার এক্সপেরিয়েন্স বেশ অসাধারণ।

মটোরোলা মোটো ই৭ প্লাস - Motorola Moto E7 Plus

মটোরোলা মোটো ই৭ প্লাস এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

মটোরোলা মোটো ই৭ প্লাস এর দামঃ ১৪,৯৯৯টাকা

মটোরোলার ফোন আপনি কি ব্যবহার করেন? মটোরোলা ফোন সম্পর্কে আপনার মতামত আমাদের জানান কমেন্ট সেকশনে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,573 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *