বাজেটের মধ্যে সেরা ফিচার অফার করায় শাওমির নোট লাইন আপ বেশ জনপ্রিয়। এই লাইন আপের দশম কিস্তিতে এলো নোট ১০ সিরিজ, যা সম্প্রতি ভারতে মুক্তি পেলো। রেডমি নোট ১০, রেডমি নোট ১০ প্রো ও রেডমি নোট ১০ প্রো ম্যাক্স – নামের তিনটি ফোন ভারতের বাজারে এনেছে শাওমি।
চলুন জেনে নেওয়া যাক রেডমি নোট ১০, রেডমি নোট ১০ প্রো ও রেডমি নোট ১০ প্রো ম্যাক্স – ফোন তিনটির ক্যামেরা, হার্ডওয়্যার, দাম সম্পর্কে বিস্তারিত।
শাওমি রেডমি নোট ১০ প্রো ম্যাক্স – Xiaomi Redmi Note 10 Pro Max
শাওমি’র রেডমি নোট ১০ সিরিজের প্রথম ফোনটি হলো রেডমি নোট ১০ প্রো ম্যাক্স ফোনটি। ফোনটির ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি+ সুপার অ্যামোলেড ডিসপ্লে ১২০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্টেড। এই প্রথমবার রেডমি নোট সিরিজের ফোনে ব্যবহার করা হয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে। পাঞ্চ-হোল ডিসপ্লের কাট-আউটে থাকছে ১৬ মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা।
রেডমি নোট ১০ প্রো ম্যাক্স ফোনটির ব্যাকে থাকছে ১০৮ মেগাপিক্সেলের স্যামসাং আইসোসেল এইচএম২ সেন্সর। থাকছে ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা। আরো রয়েছে ২এক্স জুম সাপোর্টেড ৫ মেগাপিক্সেলের টেলি-ম্যাক্রো ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের ডেপথ সেস্নর।
- শাওমি রেডমি নোট ১০ প্রো ম্যাক্স – Xiaomi Redmi Note 10 Pro Max
রেডমি নোট ১০ প্রো ম্যাক্স ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম এর স্ন্যাপড্রাগন ৭৩২জি চিপসেট। থাকছে ৬ জিবি ও ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। সফটওয়্যার হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক মিইউআই ১২।
আরও জানুনঃ ১০ হাজার টাকার মধ্যে ভালো ১০টি স্মার্টফোন
থাকছে ডুয়াল ডুয়াল স্টিরিও স্পিকার, হেডফোন জ্যাক ও আইআর ব্লাস্টার এর মত গুরুত্বপূর্ণ ফিচার। ফোনটিতে থাকছে ৫০২০ মিলিএম্প এর ব্যাটারি, যা ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড।
একনজরে শাওমি রেডমি নোট ১০ প্রো ম্যাক্স | |
ডিসপ্লে | ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি+ সুপার অ্যামোলেড প্যানেল
১২০ হার্জ রিফ্রেশ রেট |
প্রসেসর | কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২জি |
সেল্ফি ক্যামেরা | ১৬ মেগাপিক্সেল |
ব্যাক ক্যামেরা | ১০৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা
৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা ৫ মেগাপিক্সেল টেলি-ম্যাক্রো ক্যামেরা ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর |
র্যাম | ৬ জিবি / ৮ জিবি |
রম / ইন্টারনাল স্টোরেজ | ৬৪ জিবি / ১২৮ জিবি |
রেডমি নোট ১০ প্রো ম্যাক্স এর দামঃ
- ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ – ১৮,৯৯৯ ভারতীয় রুপি
- ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ – ১৯,৯৯৯ রুপি
- ৮ জিবি র্যাম ও ১২৮ স্টোরেজ – ২১,৯৯৯ রুপি
শাওমি রেডমি নোট ১০ প্রো – Xiaomi Redmi Note 10 Pro
রেডমি নোট ১০ প্রো ম্যাক্স এর মত একই ডিসপ্লে ও প্রসেসর থাকছে রেডমি নোট ১০ প্রো ফোনটিতে। পরিবর্তন থাকছে ক্যামেরায়। ১০৮ মেগাপিক্সেলের জায়গায় মেইন ক্যামেরা হিসেবে থাকছে ৬৪ মেগাপিক্সেলের সেন্সর। তবে অন্য ক্যামেরা তিনটি একই থাকছে। ব্যাটারি ও অন্যান্য ফিচারগুলোও থাকছে নোট ১০ প্রো ম্যাক্স এর মতই।
- শাওমি রেডমি নোট ১০ প্রো – Xiaomi Redmi Note 10 Pro
একনজরে শাওমি রেডমি নোট ১০ প্রো | |
ডিসপ্লে | ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি+ সুপার অ্যামোলেড প্যানেল
১২০ হার্জ রিফ্রেশ রেট |
প্রসেসর | কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২জি |
সেল্ফি ক্যামেরা | ১৬ মেগাপিক্সেল |
ব্যাক ক্যামেরা | ৬৪ মেগাপিক্সেল মেইন ক্যামেরা
৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা ৫ মেগাপিক্সেল টেলি-ম্যাক্রো ক্যামেরা ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর |
র্যাম | ৬ জিবি / ৮ জিবি |
রম / ইন্টারনাল স্টোরেজ | ৬৪ জিবি / ১২৮ জিবি |
আরও জানুনঃ বিশ্বের সেরা স্মার্টফোন
রেডমি নোট ১০ প্রো এর দামঃ
- ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ – ১৫,৯৯৯ রুপি
- ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ – ১৬,৯৯৯ রুপি
- ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ – ১৮,৯৯৯ রুপি
শাওমি রেডমি নোট ১০ – Xiaomi Redmi Note 10
রেডমি নোট ১০ প্রো ফোনগুলোর কাটছাট সংস্করণ বলা চলে রেডমি নোট ১০ কে। ফোনটিতে সুপার অ্যামোলেড ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে প্যানেল থাকলেও, থাকছেনা ১২০ হার্জ রিফ্রেশ রেট। প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন ৬৭৮ চিপসেট। থাকছে ৫০০০ মিলিএম্প এর ব্যাটারি, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড।
- শাওমি রেডমি নোট ১০ – Xiaomi Redmi Note 10
রেডমি নোট ১০ এর ক্যামেরা সেকশনেও থাকছে কিছুটা কম্প্রোমাইজ। নোট ১০ এর মেইন ক্যামেরা হচ্ছে ৪৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৫৮২ সেন্সর। এর পাশাপাশি রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা এবং ম্যাক্রো ও ডেপথ সেন্সর হিসেবে দুইটি ২ মেগাপিক্সেলের সেন্সর। সেল্ফি ক্যামেরা হিসেবে থাকছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
একনজরে শাওমি রেডমি নোট ১০ | |
ডিসপ্লে | ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি+ সুপার অ্যামোলেড প্যানেল
৬০ হার্জ রিফ্রেশ রেট |
প্রসেসর | কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭৮ |
সেল্ফি ক্যামেরা | ১৩ মেগাপিক্সেল |
ব্যাক ক্যামেরা | ৪৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা
৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর |
র্যাম | ৪ জিবি / ৬ জিবি |
রম / ইন্টারনাল স্টোরেজ | ৬৪ জিবি / ১২৮ জিবি |
রেডমি নোট ১০ এর দামঃ
- ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ – ১১,৯৯৯ রুপি
- ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ – ১৩,৯৯৯ রুপি
আরো জানুনঃ রেডমি ৯ পাওয়ার এলো ৬০০০ mAh ব্যাটারি নিয়ে
মার্চ এর ১৬ তারিখ হতে ফোনগুলো ভারতের বাজারে পাওয়া যাবে। কিছুদিনের মধ্যেই ফোন তিনটি গ্লোবালি লঞ্চ করবে বলে জানায় শাওমি।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।