টি২০ বিশ্বকাপ ২০১৬ ফিক্সচার ও লাইভ স্কোর আপডেট

icc world t20

আইসিসি ওয়ার্ল্ড টি২০ বিশ্বকাপ ২০১৬ অনুষ্ঠিত হচ্ছে ভারতে। ৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত চলবে এবারের আসর। টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬ টুর্নামেন্টের সূচি বা ফিক্সচার এখানে তুলে ধরা হল। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ১৬টি দল অংশগ্রহণ করবে।

আইসিসির টি-২০ র‍্যাংকিংয়ে থাকা প্রথম ৮টি দল সরাসরি মূল রাউন্ড (সুপার টেন) পর্বে খেলবে। আর বাকী ৮টি দল থেকে দুটি দল বাছাইপর্ব খেলে সুযোগ পাবে সুপার টেন পর্বে ওঠার। এই আটটি দল দুই গ্রুপে বিভক্ত।

  • গ্রুপ ‘এ’ তে আছে বাংলাদেশ, আয়ারল্যান্ড, হল্যান্ড ও ওমান।
  • গ্রুপ ‘বি’ তে আছে আফগানিস্তান, হংকং, স্কটল্যান্ড ও জিম্বাবুয়ে।

 

বাংলাদেশ সময় অনুযায়ী এখানে ফিক্সচার দেয়া হল

গ্রুপ পর্ব

৮ মার্চঃ

জিম্বাবুয়ে-হংকং (নাগপুর স্টেডিয়াম), দুপুর ৩:৩০ মিনিট

আফগানিস্তান-স্কটল্যান্ড (নাগপুর স্টেডিয়াম), রাত ৮টা

 

৯ মার্চঃ

বাংলাদেশ-হল্যান্ড (ধর্মশালা স্টেডিয়াম), দুপুর ৩:৩০ মিনিট

আয়ারল্যান্ড-ওমান (ধর্মশালা স্টেডিয়াম), রাত ৮টা

 

১০ মার্চঃ

জিম্বাবুয়ে-স্কটল্যান্ড (নাগপুর স্টেডিয়াম), দুপুর ৩:৩০ মিনিট

আফগানিস্তান-হংকং (নাগপুর স্টেডিয়াম), রাত ৮টা

 

১১ মার্চঃ

ওমান-হল্যান্ড (ধর্মশালা স্টেডিয়াম), দুপুর ৩:৩০ মিনিট

বাংলাদেশ-আয়ারল্যান্ড (ধর্মশালা স্টেডিয়াম), রাত ৮টা

 

১২ মার্চঃ

জিম্বাবুয়ে- আফগানিস্তান (নাগপুর স্টেডিয়াম), দুপুর ৩:৩০ মিনিট

স্কটল্যান্ড-হংকং (নাগপুর স্টেডিয়াম), রাত ৮টা

 

১৩ মার্চঃ

আয়ারল্যান্ড -হল্যান্ড (ধর্মশালা স্টেডিয়াম), দুপুর ৩:৩০ মিনিট

বাংলাদেশ- ওমান (ধর্মশালা স্টেডিয়াম), রাত ৮টা

 

গ্রুপ পর্ব থেকে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন (এ১) এবং ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন (বি১) উঠবে সুপার টেন পর্বে। সুপার টেন পর্বে দুটি গ্রুপ থাকবে।

 

  • ‘গ্রুপ ১’ – ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ ও গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন।
  • ‘গ্রুপ ২’ – অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন।

 

সুপার টেন পর্ব

১৫ মার্চঃ ভারত-নিউজিল্যান্ড, রাত ৮টা

 

১৬ মার্চঃ

পাকিস্তান-বাংলাদেশ, দুপুর ৩:৩০ মিনিট

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ, রাত ৮টা

 

১৭ মার্চঃ শ্রীলংকা-আফগানিস্তান, রাত ৮টা

 

১৮ মার্চঃ

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, দুপুর ৩:৩০ মিনিট

ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, রাত ৮টা

 

১৯ মার্চঃ ভারত-পাকিস্তান, রাত ৮টা

 

২০ মার্চঃ

দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান, দুপুর ৩:৩০ মিনিট

শ্রীলংকা-ওয়েস্ট ইন্ডিজ, রাত ৮টা

 

২১ মার্চঃ অস্ট্রেলিয়া-বাংলাদেশ, রাত ৮টা

 

২২ মার্চঃ পাকিস্তান-নিউজিল্যান্ড, রাত ৮টা

 

২৩ মার্চঃ

ইংল্যান্ড-আফগানিস্তান, দুপুর ৩:৩০ মিনিট

ভারত-বাংলাদেশ, রাত ৮টা

 

২৫ মার্চঃ

অস্ট্রেলিয়া-পাকিস্তান, দুপুর ৩:৩০ মিনিট

দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ, রাত ৮টা

 

২৬ মার্চঃ

নিউজিল্যান্ড-বাংলাদেশ, দুপুর ৩:৩০ মিনিট

ইংল্যান্ড-শ্রীলংকা, রাত ৮টা

 

২৭ মার্চঃ

ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তান, দুপুর ৩:৩০ মিনিট

ভারত-অস্ট্রেলিয়া, রাত ৮টা

 

২৮ মার্চঃ দক্ষিণ আফ্রিকা-শ্রীলংকা, রাত ৮টা

 

 

সেমিফাইনাল

৩০ মার্চঃ ১ম সেমিফাইনাল (১ম গ্রুপ-২ Vs ২য় গ্রুপ-১), সন্ধ্যা ৭:৩০

৩১ মার্চঃ ২য় সেমিফাইনাল (১ম গ্রুপ-১ Vs ২য় গ্রুপ-২), সন্ধ্যা ৭:৩০

 

ফাইনাল

৩ এপ্রিলঃ সন্ধ্যা ৭:৩০

 

টি-টোয়েন্টি বিশ্বকাপের সবগুলো ম্যাচের লাইভ আপডেট পেতে চোখ রাখুন www.icc-cricket.com সাইটে। মোবাইল ফোনে আইসিসির অফিশিয়াল অ্যাপ ডাউনলোড করেও লাইভ স্কোর আপডেট পেতে পারেন। এখানে অ্যাপ ডাউনলোডের লিংক দেয়া হল।

 

সূত্রঃ আইসিসি

 

টাইগারদের জন্য শুভকামনা রইল :)

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,157 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.