ফোনের জন্য এলো উইন্ডোজ ১০ প্রিভিউ

মাইক্রোসফটের লেটেস্ট অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ এর টেকনিক্যাল প্রিভিউ ভার্সন ব্যবহারকারীদের নিকট এসেছে গত বছর। এই একটি ওএস সকল সাইজের ডিভাইসে কাজ করবে বলে জানিয়েছে মাইক্রোসফট। এবার মোবাইলের জন্য উইন্ডোজ ১০ টেকনিক্যাল প্রিভিউ রিলিজ করল কোম্পানিটি।

স্মার্টফোনের জন্য উপলভ্য উইন্ডোজ ১০ টেকনিক্যাল প্রিভিউতে থাকছে নতুন অ্যাকশন সেন্টার, উন্নততর ভয়েস ডিটেকশন সাপোর্ট, উন্নত ফটো ব্রাউজার প্রভৃতি। যদিও এই প্রিভিউ ভার্সনে মাইক্রোসফটের নতুন স্পারটন ওয়েব ব্রাউজার দেয়া হয়নি। এটি আগামীতে কোনো এক সময়ে আপডেটের মাধ্যমে চলে আসবে। সেই সাথে থাকবে নতুন ক্যালেন্ডার, ইমেইল, মেসেজিং ও ইউনিভার্সাল অফিস অ্যাপস।

স্মার্টফোনে উইন্ডোজ ১০ প্রিভিউ টেস্ট করতে চাইলে প্রথমেই আপনাকে উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামে রেজিস্টার করতে হবে। আর যেসব ডিভাইসে এটি ইনস্টল করা যাবে সেগুলো হচ্ছে লুমিয়া ৬৩০ সিরিজ, লুমিয়া ৭৩০ এবং লুমিয়া ৮৩০ মডেল।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,581 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *