জুনেই উইন্ডোজ ১০ এর ফাইনাল ভার্সন দেবে মাইক্রোসফট?

উইন্ডোজ বিষয়ক খোঁজখবর রাখে এমন একটি ওয়েবসাইট ‘নিওউইন’ ধারণা করছে, চলতি বছর জুনেই উইন্ডোজ ১০ এর ডেভলপমেন্ট সম্পন্ন করবে মাইক্রোসফট। এরপর অপারেটিং সিস্টেমটির চূড়ান্ত সংস্করণ পিসি নির্মাতা কোম্পানিগুলোর নিকট সরবরাহ করা হবে যাতে তারা তাদের ডেস্কটপ, ল্যাপটপ ও অন্যান্য উইন্ডোজ ১০ চালিত ডিভাইস বাজারে আনতে পারে।

আগেই জানা গেছে, ২০১৫ সালের কোনো এক সময়ে উইন্ডোজ ১০ ওএস রিলিজ করবে মাইক্রোসফট। জানুয়ারিতে এর দ্বিতীয় প্রিভিউ আপডেট সরবরাহ করা হয়েছে। এই ফেব্রুয়ারিতে আসছে উইন্ডোজ ১০ এর মোবাইল প্রিভিউ ভার্সন।

এপ্রিলে মাইক্রোসফট বিল্ড কনফারেন্সে উইন্ডোজ ১০ এর আরও ফিচার ও আপডেট উন্মোচন করবে কোম্পানিটি।

নিওউইন এর ঐ প্রতিবেদন যদি মাইক্রোসফটের টাইমফ্রেমের সাথে মিলে যায়, তাহলে জুন মাসে উইন্ডোজ ১০ এর আরটিএম ভার্সন বিভিন্ন পিসি নির্মাতা যেমন ডেল, এইচপি, লেনোভো প্রভৃতি কোম্পানির নিকট সরবরাহ করা হবে। ঠিক ঐ সময়েই ওএসটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত নাও হতে পারে। এজন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে ভোক্তাদের।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,546 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://www.google.com/recaptcha/api.js?ver=1.23