ওয়েব জায়ান্ট গুগল বাংলাদেশে তাদের নতুন প্রজেক্ট চালু করেছে। গুগল বাস নামের এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে দেশব্যাপী ইন্টারনেট ব্যবহার ছড়িয়ে দেয়া ও এন্ড্রয়েড ওয়ান প্রোমোট করা। ‘গুগল বাস বাংলাদেশ’ প্রজেক্টের আওতায় আগামী এক বছর ধরে গুগলের ডিজিটাল যন্ত্রপাতি সমৃদ্ধ বাস দেশের ৩৫ স্থানে ৫০০ শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস ভ্রমণ করবে।
এসময় শিক্ষার্থীদের বিভিন্ন উদ্যোক্তা, প্রযুক্তি এবং নিজেদের স্টার্টআপে কাজ করার জন্য উৎসাহিত করা হবে। স্নাতক পর্যায়ের ছাত্রছাত্রীদের জন্য থাকবে বিশেষ কর্মশালা যার মাধ্যমে পরবর্তী প্রজন্মের উদ্যোক্তাদের প্রযুক্তি ভিত্তিক বিভিন্ন সরঞ্জামের সাথে পরিচিত করা হবে। এর মধ্যে থাকবে গুগলের সার্চ, ক্রোম, অ্যাপস, ম্যাপস, ইউটিউব, অ্যাডওয়ার্ডস এবং গুগল প্লাস। শিক্ষার্থীরা এখান থেকে যা শিখবেন সেগুলো এন্ড্রয়েড ওয়ান ডিভাইসে প্রয়োগ করার সুযোগও থাকবে।
গুগল বাস বাংলাদেশ প্রজেক্ট ইতোমধ্যেই ঢাকার পথে রয়েছে। শীঘ্রই এটি চট্টগ্রাম, খুলনা, সিলেট, রাজশাহী, রংপুর ও বরিশালের শিক্ষা প্রতিষ্ঠানের দিকে রওয়ানা হবে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।