এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম নিয়ে নতুন একটি ভিডিও বিজ্ঞাপন রিলিজ করেছে গুগল। ‘ফ্রেন্ডস ফরেভার’ (গুগলের ভাষায় “Friends Furever”) নামের এই ভিডিও ক্লিপে এক ঝাঁক আলাদা আলাদা প্রাণীকে একসাথে লাফঝাঁপ দিতে ও বিভিন্ন কাজ করতে দেখা যায়। বিজ্ঞাপনের একদম শেষ দিকে এসে সূক্ষ্ম একটি মেসেজ ভেসে ওঠে স্ক্রিনে। মেসেজটি হচ্ছে “Be together. Not the same”. এরপর একটি এন্ড্রয়েড প্রতিকৃতি এসে আঙুল তুলে ‘ভি’ চিহ্ন দেখায় ও মিট মিট করে তাকায়।
এই বিজ্ঞাপনে গুগল সবাইকে ‘একত্র (Together)’ হওয়ার আহ্বান জানায়, এবং ‘একই রকম (Same)’ না হওয়ার জন্য বলে। অর্থাৎ, ‘একত্র হও, তবে একই রকম নয়’।
এই অ্যাডে অ্যাপল আইওএস’কে একহাত দেখে নিয়েছে গুগল- এমনটিই ভাবছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। এন্ড্রয়েডে কাস্টমাইজেশনের ব্যাপক সুযোগ থাকলেও আইওএসে এ ধরণের সুবিধা নেই। বিভিন্ন প্রকার ডিভাইসে ব্যবহৃত হচ্ছে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম। অপরদিকে আইওএস কেবলমাত্র অ্যাপলের নির্দিষ্ট কিছু ডিভাইসেই চলছে। এজন্যই হয়ত গুগল বলেছে “Be together. Not the same”. নিচে ভিডিওটি এমবেড করা হল। এখান থেকে এটি প্লে করে দেখতে পারেন।
অথবা এই ইউটিউব লিংকে ভিজিট করে ভিডিওটি দেখতে পারেন।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।