টেক জায়ান্ট অ্যাপল নির্মিত লেটেস্ট স্মার্টফোন ‘আইফোন ৬’ এর গুজব নতুন কিছু নয়। তবে এতদিন শুধুমাত্র রিপোর্ট আকারেই এসব তথ্য পাওয়া যাচ্ছিল। কিন্তু এবার আইফোন ৬ এর ছবি ফাঁস হয়েছে। যদিও অ্যাপলের পণ্যের ইমেজ লিক হওয়ার ঘটনা সচরাচর দেখা যায়না, তবে ব্লগার সনি ডিকসন তার এক পোস্টে আইফোন ৬ এর কেসিং তুলে ধরেছেন। এখান থেকে ডিভাইসটির আকৃতি সম্পর্কে বেশ ভাল ধারণা পাওয়া যায়।
মিঃ ডিকসন বলেছেন, স্পেস গ্রে রঙের একাধিক আইফোন কেসিং ফটো তাদের হাতে এসেছে এবং তিনি ঐ পোস্টে ফটোগুলো আপলোড করেছেন।
ছবিতে প্রকাশিত আইফোন কেসিংয়ের সামনের অংশ দেখে বিভিন্ন প্রযুক্তি সাইট মন্তব্য করেছে এটি বর্তমানে প্রচলিত আইফোনের চেয়ে আরও বড় স্ক্রিন নিয়ে আসবে। এর কোণাগুলো গোলাকার এবং পুরো ডিজাইনটা অনেকটা আইপ্যাডের মত। ছবিতে ক্যামেরা লেন্স এবং ফ্ল্যাশ দেখা যায়। এছাড়া কেসিংয়ের পেছনের অংশে অ্যাপল লোগোও রয়েছে।
চলতি সপ্তাহে সাউথ চায়না মর্নিং পোস্টও একই বৈশিষ্ট্যের কথা জানিয়েছে। পত্রিকাটি বলেছে, আইফোনের নতুন ভার্সন দুটি স্ক্রিন সাইজ নিয়ে সেপ্টেম্বরে বাজারে আসবে। এতে ৪.৭ ও ৫.৫ ইঞ্চি স্ক্রিনের কথা উল্লেখ ছিল। চায়না মর্নিং পোস্ট লিখছে, অ্যাপল এরপর থেকে আইফোন ৫সি উৎপাদন বন্ধ করে দেবে এবং তুলনামূলক সস্তা দামের আইফোন ৫এস বাজারে আনতে থাকবে।
উপরের দুই সূত্র যদি সত্যি হয়, তবে আইফোনের ইতিহাসে অ্যাপল এবার সর্ববৃহৎ স্মার্টফোন রিলিজ দিতে যাচ্ছে এবং ‘সস্তা’ আইফোন বিক্রি বন্ধ করে দিচ্ছে। এখন দেখা যাক সময় কী বলে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।