৫০ টাকা বিকাশ বোনাস নিন অ্যাড মানি করে!

বিকাশ দিচ্ছে ৫০টাকা ক্যাশব্যাক বোনাস কার্ড থেকে বিকাশে এড মানি করলে। পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে পাওয়া যাবে এই বিকাশ ক্যাশব্যাক বোনাস। বিকাশে কার্ড থেকে টাকা এনে এই ৫০টাকা ক্যাশব্যাক বোনাস পেতে পারেন। 

৪৭০০ টাকা কার্ড টু বিকাশ করলে পেয়ে যাবেন ৫০টাকা ক্যাশব্যাক বোনাস। এই অফার চলবে ১ ফেব্রুয়ারি থেকে শুরু করে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। অর্থাৎ সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসজুড়ে কার্ড থেকে বিকাশে একবারে ৪৭০০টাকা আনলে পেয়ে যাবেন ৫০টাকা বোনাস। তবে শর্ত প্রযোজ্য।

বিকাশ ৫০টাকা ক্যাশব্যাক অফার সম্পর্কে সংক্ষেপে তথ্যঃ 

  • অফারঃ ৫০টাকা ক্যাশব্যাক বোনাস
  • মাধ্যমঃ কার্ড টু বিকাশ
  • পরিমাণঃ ৪৭০০টাকা
  • মেয়াদঃ ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি 

বিকাশ অফারটি উপভোগ করতে পারবেন সকল বিকাশ গ্রাহক।

বিকাশ ৫০টাকা ক্যাশব্যাক অফার শর্তাবলিঃ

  • সকল বিকাশ গ্রাহক অফারটি উপভোগ করতে পারবেন
  • ৫০টাকা ক্যাশব্যাক বোনাস পেতে বিকাশ অ্যাপের মাধ্যমে কার্ড থেকে ৪৭০০টাকা একবারে অ্যাড মানি করতে হবে
  • লেনদেন সম্পন্ন হওয়ার পরের কার্যদিবসে গ্রাহকের একাউন্টে ক্যাশব্যাক প্রদান করা হবে
  • অফারটি একজন গ্রাহক একবারই নিতে পারবেন
  • লেনদেন সম্পন্ন হওয়ার পর ক্যাশব্যাক পেতে গ্রাহকের একাউন্ট একটিভ থাকতে হবে
  • এই অফারটির ক্ষেত্রে যিনি অ্যাড মানি করবেন তার বিকাশ একাউন্টে ক্যাশব্যাক প্রদান করা হবে
  • কোনো অজানা কারণ বা সিস্টেমজনিত সমস্যার কারণে ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হলে বিকাশ ক্যাম্পেইন শেষ হওয়ার ৭ দিন পর ১ বার ক্যাশব্যাক প্রদানের চেষ্টা করবে। সকল উপায় ব্যর্থ হলে গ্রাহক ক্যাশব্যাক অফার আর পাবেন না
  • বিকাশ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ক্যাম্পেইনের মেয়াদ কমাতে বা বাড়াতে পারে
  • ক্যাম্পেইনের নিয়ম ও শর্তাবলি পরিবর্তন বা সংশোধন অথবা যেকোনো সময় সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে বিকাশ
  • কোনো নির্দিষ্ট লেনদেন অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি সন্দেহজনক মনে হয় বা গ্রাহক এই অফারের অপব্যবহার করেছেন বলে জানা যায়, সেক্ষেত্রে উক্ত বিকাশ গ্রাহকের ক্যাশব্যাক সুবিধা বাতিলের অধিকার সংরক্ষণ করে বিকাশ
বিকাশে ৫০ টাকা বোনাস নিন অ্যাড মানি করে!

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

কার্ড থেকে বিকাশে টাকা আনা বেশ সহজ। আপনি যদি কার্ড ব্যবহারকারী হয়ে থাকেন, তবে বিকাশ এর এই ৫০টাকা ক্যাশব্যাক বোনাস উপভোগ করতে পারবেন বেশ সহজে। কার্ড থেকে বিকাশে টাকা আনার প্রক্রিয়া শুনতে ঝামেলার মনে হলেও আসলে কার্ড থেকে বিকাশে টাকা আনা বেশ সহজ। আপনি যদি কার্ড টু বিকাশ এড মানি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে নিচে লিংক করা পোস্টগুলো ঘুরে আসুন।

👉 বিকাশ একাউন্টে ভিসা কার্ড ব্যবহারের নিয়ম ও সুবিধা (বোনাস সহ)

👉 বিকাশের সাথে মাস্টারকার্ড ব্যবহারের উপায়

👉 কার্ড থেকে বিকাশে টাকা আনার উপায়

এছাড়াও বিকাশ থেকে কার্ডে টাকা নেওয়ার সুযোগও রয়েছে। নিচে লিংক করা পোস্ট থেকে সেই সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন।

👉 বিকাশ থেকে কার্ডে টাকা নেয়ার উপায়

বাংলাটেক ব্লগে পেয়ে যাবেন বিকাশ এর নতুন সকল অফার সম্পর্কে বিস্তারিত। বিকাশ, নগদ, উপায়সহ যেকোনো এমএফএস এর চলমান অফার সম্পর্কে সবার আগে জানতে আমাদের বাংলাটেক ব্লগকে ফলো করুন ফেসবুক ও টুইটারে। এছাড়া ব্লগে সাবস্ক্রাইব করে সবার আগে জানতে পারেন যেকোনো অফার সম্পর্কে ইমেইল এর মাধ্যমে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *