কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের ক্ষতি করবেনাঃ মাইক্রোসফট গবেষক

cortana img 11

মাইক্রোসফটের প্রধান গবেষক এরিখ হরভিজ মনে করেন আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা মানব জাতির ধ্বংস  নয় বরং উপকার সাধন করবে। আপনার হয়ত মনে আছে, গত ডিসেম্বরে প্রফেসর স্টিফেন হকিং বলেছিলেন যে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স মানব জাতিকে শেষ করে দিতে পারে।

মিস্টার হরভিজ তার সকল গবেষণা এখন আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স এর উপর করছেন। তিনি বলেন আমি মনে করি এমনটা কখনই হবে না যে মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তার উপর নিয়ন্ত্রণ হারাবে। তিনি আরও বলেন, আমরা সক্রিয় ভাবে কাজ করছি এবং ভবিষ্যতে আমরা এই আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যবহার করে আরও বড় ধরনের সুবিধা পাব।

তিনি আরও যোগ করেন, মাইক্রোসফট রিসার্চ এর সাথে থাকা বিজ্ঞানীদল এবং প্রকৌশলীদের গবেষণার একটি ফল হচ্ছে করটনা যা ভয়েস নিয়ন্ত্রিত ভার্চুয়াল এসিস্ট্যান্ট। এছাড়া এরকম অন্যান্য কোম্পানির ভার্চুয়াল সহকারী অ্যাপ আছে যেমন অ্যাপলের সিরি, স্যামসাংয়ের এস ভয়েস, ওকে গুগল ইত্যাদি। এই সব ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট অ্যাপ আমাদেরকে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সম্পর্কে আরও গবেষণা এবং অর্থ ব্যয় করতে উৎসাহিত করেছে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

Join 8,581 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *