ব্যবহারকারী সঙ্কটে ভুগছে গুগল প্লাস

google plus lgo img

অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমের সাথে প্রতিযোগীতা করতে এলেও গুগল প্লাস খুব একটা সাফল্য লাভ করতে পারেনি। খুব কম লোকজনই এটা ব্যবহার করছে। যতটা কম আমরা ভাবছি, গুগল প্লাসের ব্যবহারকারী সংখ্যা তার চেয়েও কম। এনালাইটিক্স এবং ভিজুয়ালাইজেসন ব্লগার কেভিন এন্ডারসন কিছু তথ্য প্রকাশ করেছেন যাতে দেখা যায় গুগল প্লাস আকাউন্ট সংখ্যায় অনেক থাকলেও খুব অল্প সংখ্যক মানুষই সক্রিয়ভাবে গুগল প্লাস ব্যাবহার করেন।

প্রযুক্তি বিশ্লেষক এডওয়ার্ড মরবিয়াসের তথ্য ব্যবহার করে এন্ডারসন এই প্রতিবেদন প্রকাশ করেন। সম্প্রতি তিনি একটি ইন্টারভিউ দেন যাতে বেশ কিছু নতুন তথ্য বেরিয়ে আসে গুগল সম্পর্কে।

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,497 other subscribers

  • গুগল প্লাস প্রোফাইল সংখ্যা ২.২ বিলিয়ন।
  • এর মধ্যে মাত্র ৯ শতাংশ সক্রিয়ভাবে ভাবে সাইটটিতে পোস্ট করেছেন।
  • সবচেয়ে সাম্প্রতিক অ্যাক্টিভিটি অনুযায়ী ৩৭ শতাংশ মন্তব্য করেছেন ইউটিউব ভিডিওতে।
  • সবচেয়ে সাম্প্রতিক অ্যাক্টিভিটি অনুযায়ী গুগল প্লাসের ৮ শতাংশ প্রোফাইল পিকচার পরিবর্তন করেন।
  • ২০১৫’তে এ পর্যন্ত শুধুমাত্র ৬ শতাংশ ব্যবহারকারী সক্রিয়ভাবে পোস্ট করেছেন।
  • এর মধ্যে ৩ শতাংশ সক্রিয় প্রোফাইলের ইউটিউব পোস্ট নেই।
  • এ বছর সবমিলিয়ে ০.২ থেকে ০.৩ শতাংশ ব্যাবহারকারী পাবলিক পোস্ট করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *