কোলাহলপূর্ণ পরিবেশে আপনি যখন ভয়েস ম্যাসেজ শোনার মত অবস্থায় থাকেন না, বরং সেগুলো পড়তে চান তখন গুগলের ভয়েস ট্র্যান্সক্রিপশন ফিচার খুবই কাজে দেয়।
ফেসবুক মেসেঞ্জারও এবার এরকমই একটি পরীক্ষামূলক ট্র্যান্সক্রিপশন ফিচার নিয়ে আসছে। এর মাধ্যমে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে পাঠানো ভয়েস মেসেজগুলো টেক্সটে কনভার্ট হয়ে প্রদর্শিত হয়। সুতরাং অপর প্রান্ত থেকে কেউ যখন কোনো ভয়েস রেকর্ড পাঠাবে আপনি সেগুলো লেখা আকারে পড়তে পারবেন।
আপনি যদি সৌভাগ্যবান হন তবে ছোট আকারের এই পাইলট প্রকল্পের আওতার মধ্যে আপনিও পড়তে পারেন। যেহেতু এটি এখন খুবই স্বল্প পরিসরে আছে তবে এটি কবে ব্যাপকভাবে আসবে সে ব্যাপারে কোম্পানিটি এখনো কিছু বলেনি। আমরা জানি না এটা গুগলের সাথে কতটা তুলনা উপযোগী তবে যদি এটি হয় তবে ভবিষ্যতে ট্র্যান্সক্রিপশনের ক্ষেত্রে আলোড়ন সৃষ্টি করবে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।