টেলিটকের মেয়াদহীন ডাটা প্যাক সম্পর্কে বিস্তারিত ২০২৪

পরিবর্তন এসেছে টেলিটক আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাকগুলোতে। চলুন জেনে নেওয়া যাক টেলিটক আনলিমিটেড মেয়াদ এর ইন্টারনেট প্যাক সম্পর্কে লেটেস্ট তথ্য। টেলিটক আনলিমিটেড ইন্টারনেট প্যাক এর দাম, ভলিউম ও কেনার কোড সম্পর্কে জানবেন এই পোস্টে।

টেলিটক মেয়াদহীন ইন্টারনেট প্যাক

মোট তিনটি ভলিউমের মেয়াদহীন ইন্টারনেট প্যাক অফার করছে টেলিটক – ২৫ জিবি, ৫০ জিবি এবং ৭৫ জিবি। প্রত্যেকটি প্যাকের বিস্তারিত বিবরণ জেনে নেওয়া যাক।

২৫ জিবি টেলিটক আনলিমিটেড ইন্টারনেট

আনলিমিটেড মেয়াদ এর টেলিটক ২৫ জিবি ইন্টারনেট কেনা যাবে ৩০৯ টাকা দামে।

প্যাকটি কিনতে যেকোনো টেলিটক সিম থেকে ডায়াল করুন *111*309# নাম্বারে। টেলিটক ২৫ জিবি আনলিমিটেড মেয়াদ এর ইন্টারনেট প্যাক সম্পর্কে সংক্ষেপে:

  • ভলিউম: ২৫ জিবি
  • মেয়াদ: আনলিমিটেড / মেয়াদহীন
  • দাম: ৩০৯ টাকা
  • কেনার কোড: *111*309#

৫০ জিবি টেলিটক আনলিমিটেড ইন্টারনেট

আনলিমিটেড মেয়াদ এর টেলিটক ৫০ জিবি ইন্টারনেট এর দাম ৫৯৯ টাকা। প্যাকটি কিনতে যেকোনো টেলিটক সিম থেকে ডায়াল করুন *111*599# নাম্বারে। টেলিটক ৫০ জিবি আনলিমিটেড মেয়াদ এর ইন্টারনেট প্যাক সম্পর্কে সংক্ষেপে:

  • ভলিউম: ৫০ জিবি
  • মেয়াদ: আনলিমিটেড / মেয়াদহীন
  • দাম: ৫৯৯ টাকা
  • কেনার কোড: *111*599#

৭৫ জিবি টেলিটক আনলিমিটেড ইন্টারনেট

আনলিমিটেড মেয়াদ এর টেলিটক ৭৫ জিবি ইন্টারনেট কেনা যাবে ৭৯৯ টাকা দামে। প্যাকটি কিনতে যেকোনো টেলিটক সিম থেকে ডায়াল করুন *111*799# নাম্বারে।

টেলিটক ৭৫ জিবি আনলিমিটেড মেয়াদ এর ইন্টারনেট প্যাক সম্পর্কে সংক্ষেপে:

  • ভলিউম: ৭৫ জিবি
  • মেয়াদ: আনলিমিটেড / মেয়াদহীন
  • দাম: ৭৯৯ টাকা
  • কেনার কোড: *111*799#

এই তিনটি টেলিটক আনলিমিটেড মেয়াদ এর ইন্টারনেট প্যাক কিনে আরামসে চিন্তা ছাড়াই ব্যবহার করা যাবে, থাকছেনা প্যাক এর মেয়াদ শেষ হওয়ার মত সমস্যার চিন্তা। অর্থাৎ একবার এই প্যাকগুলো কিনে যতদিন আপনি ইন্টারনেট ব্যবহার করে শেষ না করছেন, ততদিন মেয়াদ থাকবে এই ইন্টারনেট প্যাকের।

teletalk data packs

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

টেলিটক মেয়াদহীন ইন্টারনেট প্যাক সম্পর্কে সহজে ধারণা পেতে নিচে একটি টেবিল দেওয়া হলো, যাতে একনজরে সকল প্যাক এর ভলিউম, দাম ও কেনার কোড জানতে পারবেন।

ভলিউমদামকোড
২৫ জিবি৩০৯ টাকা*111*309#
৫০ জিবি৫৯৯ টাকা*111*599#
৭৫ জিবি৭৯৯ টাকা*111*799#

এমনিতেই অন্যান্য সিমের চেয়ে টেলিটকে ইন্টারনেট এর দাম কম। তার উপর এই মেয়াদহীন ইন্টারনেট প্যাক টেলিটককে গ্রাহকের পছন্দের তালিকায় শীর্ষে নিয়ে যাবে।

আপনি কি টেলিটক সিমে ইন্টারনেট ব্যবহার করেন? টেলিটক এর এই মেয়াদহীন ইন্টারনেট প্যাক সম্পর্কে আপনার মতামত আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,545 other subscribers

2 comments

  1. Zakaria Reply

    This offer is very well. If the teletalk net speed fast then it will be preferable gradually fron others operating system. This offer rate should be reduced a bit.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *