শাওমি রেডমি ১২সি – সস্তায় ৫০ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন

রেডমি সাব-ব্র্যান্ড এর আন্ডারে শাওমি মূলত সুলভ মূল্যের স্মার্টফোন লঞ্চ করে থাকে। এবার রেডমি ১২সি নামে নতুন একটি ফোন নিয়ে এলো শাওমি যা রেডমি সাব-ব্র্যান্ডের বাজেট ফ্রেন্ডলি হওয়ার বিষয়টি ভালোভাবে মাথায় রেখেছে। বেশ কম দামে ভালো স্পেসিফিকেশন অফার করছে ফোনটি।

রেডমি ১২সি ফোনটিতে ৬.৭১ইঞ্চি ডিসপ্লে রয়েছে। সাথে রয়েছে ৫০০০মিলিএম্প এর বিশাল ব্যাটারি। এর পাশাপাশি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর দ্বারা চলবে এই ফোনটি। চলুন জেনে নেওয়া যাক রেডমি ১২সি ডিভাইসটি সম্পর্কে বিস্তারিত।

রেডমি ১২সি দেখতে অনেকটা রেডমি এ১ সিরিজের স্মার্টফোনগুলোর মত। এই ফোনে স্কয়ার শেপের ক্যামেরা আইল্যান্ড রয়েছে যাতে দুইটি ক্যামেরা স্থান পেয়েছে, রয়েছে এলইডি ফ্ল্যাশ ও একটি ফিংগারপ্রিন্ট সেন্সর। ডিভাইসের ব্যাকে একটি টেক্সচারড ডিজাইন রয়েছে। ফ্রন্টে ফ্ল্যাট ডিসপ্লে রয়েছে যাতে মানানসই বেজেল ও ভি শেপের নচ রয়েছে।

রেডমি ১২সি এর ডিসপ্লে হিসেবে থাকছে ৬.৭১ইঞ্চির এলসিডি ডিসপ্লে। রেডমি ১২সি ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ যা বাজেট ফোনগুলোর জন্য বেশ শক্তিশালী এক সংযোজন। ফোনটির ওজন ১৯২গ্রাম, অর্থাৎ অন্য দশটা ফোনের মতই ইন-হ্যান্ড ফিল দিবে এই ফোন।

ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা রয়েছে ব্যাকে। ৫০মেগাপিক্সেল মেইন ক্যামেরার পাশাপাশি এখানে ডেপথ সেন্সর রয়েছে। ফোনের ফ্রটে রয়েছে ৫মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনটি চলবে ৫০০০মিলিএম্প ব্যাটারি দ্বারা ও ১০ওয়াট চার্জার পাওয়া যাবে ফোনের বক্সে। 

 রেডমি ১২সি

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

রেডমি ১২সি এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৭১ইঞ্চি এইচডি+
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮৫
  • র‍্যামঃ ৪জিবি / ৬জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি / ১২৮জিবি
  • প্রাইমারি ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
  • চার্জিংঃ ১০ওয়াট

রেডমি ১২সি ফোনটি পাওয়া যাবে একাধিক ভ্যারিয়েন্টে। সর্বোচ্চ ৬জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ফোনটি। রেডমি ১২সি ফোনটির ভ্যারিয়েন্ট ও দামঃ

  • ৪জিবি র‍্যাম + ৬৪জিবি স্টোরেজঃ ৬৯৯ইউয়ান / ১০১ডলার
  • ৪জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজঃ ৭৯৯ইউয়ান / ১১৫ডলার
  • ৬জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজঃ ৮৯৯ইউয়ান / ১৩০ডলার

আপাতত শুধুমাত্র চীনের বাজারে ফোনটি পাওয়া যাবে। তবে রেডমি সাব-ব্র্যান্ডের ফোন হওয়ায় খুব শীঘ্রই রেডমি ১২সি বা অন্য কোনো নামে এই ফোনটি দেশের বাজারে চলে আসবে বলে আশা করা যায়।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *