নগদ একাউন্টে সুদ গ্রহণ বন্ধ করার উপায়

আপনি কি জানেন যে আপনার নগদ একাউন্টে থাকা অর্থের ভিত্তিতে সুদ প্রদান করা হয়? একাউন্টে থাকা ব্যালেন্সের ভিত্তিতে নগদ গ্রাহকগণ মুনাফা পাবেন। প্রতি মাসে একাউন্টে থাকা গড় অর্থের উপর কত টাকা মুনাফা পাওয়া যাবে তা নির্ভর করে।

মূলত মোবাইল অ্যাপ ব্যবহার করে নগদ একাউন্ট খোলার সময় সুদ / মুনাফা / ইন্টারেস্ট চান কি না, তা সিলেক্ট করতে বলা হয় ব্যবহারকারীকে। এই ফিচারের কাজ না জেনেই অনেকে সুদ গ্রহণের ফিচার চালু করে ফেলেন। পরবর্তীতে খুব সহজে নগদ একাউন্টের সুদ গ্রহণ বন্ধ করা যাবে।

নগদ একাউন্টে সুদ প্রদানের হার নির্ভর করে একাউন্টে থাকা অর্থের উপর। একাউন্টে থাকা ৯৯৯.৯৯টাকা ব্যালেন্স পর্যন্ত কোনো ধরনের মুনাফা পাবেন না ব্যবহারকারীগণ। একাউন্টে যদি ১,০০০টাকা থেকে শুরু করে ৫,০০০টাকা পর্যন্ত থাকে, তবে উক্ত ব্যবহারকারী ২.০% মুনাফা পাবেন। আবার নগদ ব্যালেন্সে ৫,০০০.০১টাকা থেকে ১৫,০০০টাকা পর্যন্ত থাকলে সেক্ষেত্রে ২.০% মুনাফা প্রদান করে নগদ।

১৫,০০০.০১টাকা থেকে ১৫০,০০০টাকা পর্যন্ত একাউন্ট ব্যালেন্সের ক্ষেত্রে ৩.০% মুনাফা পাওয়া যাবে। আবার ১৫০,০০০.০১টাকা ও তার উর্ধ্বের সকল এমাউন্টের জন্য ৭.৫% হারে সুদ প্রদান করে নগদ। বর্তমানে সর্বোচ্চ ৩০০,০০০টাকা পর্যন্ত ব্যালেন্সের সুদ প্রদান করে নগদ।

নগদ একাউন্ট থেকে সুদ বা মুনফা পাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তাবলীঃ

  • একাউন্টের সকল তথ্য যথাযথভাবে পূরণ করা থাকতে হবে
  • ইসলামিক একাউন্ট এর ক্ষেত্রে নগদ মুনাফা প্রদান করা হবেনা
  • মুনাফা পেতে হলে ব্যবহারকারীদের ফিচারটি নিজ থেকে চালু করতে হবে। আবার মুনাফা নিতে না চাইলে সেক্ষেত্রে যেকোনো ব্যবহারকারী মুনাফা বন্ধ করে রাখতে পারবেন
  • প্রতি ক্যালেন্ডার মাসে অন্তত যেকোনো দুই ধরনের লেনদেন, যেমনঃ ক্যাশ ইন, ক্যাশ আউট, পেমেন্ট বা রিচার্জ করতে হবে
  • প্রতিদিন কমপক্ষে ১,০০০টাকা একাউন্ট ব্যালেন্স মেইন্টেইন করতে হবে। একাউন্ট ব্যালেন্স এর নিচে গেলে উক্ত ব্যবহারকারী মুনাফা পাবেন না

নগদ ব্যবহারকারীগণ চাইলে সুদ বা মুনাফা পাওয়ার ফিচারটি বন্ধ বা চালু করতে পারবেন। যারা মুনাফা চান না, তারা অ্যাপ বা নগদ ইউএসএসডি কোড ব্যবহার করে মুনাফা গ্রহণের ফিচারটি বন্ধ করতে পারবেন।

👉 নগদ একাউন্টের পিন ভুলে গেলে করণীয়

নগদ একাউন্টে সুদ গ্রহণ বন্ধ করার নিয়ম

নগদ একাউন্টে সুদ বা মুনাফা নিতে না চাইলে খুব সহজে সুদ গ্রহণ প্রক্রিয়া বন্ধ করে দিতে পারবেন। নগদ অ্যাপ ও নগদ মোবাইল মেন্যু ব্যবহার করে নগদ একাউন্টের সুদ গ্রহণ বন্ধ করা যাবে। চলুনে জেনে নেওয়া যাক নগদ একাউন্টে সুদ গ্রহণ কিভাবে বন্ধ করবেন।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

নগদ অ্যাপ ব্যবহার করে

নগদ একাউন্টে সুদ গ্রহণ বন্ধ করার উপায়

নগদ অ্যাপ ব্যবহার করে নগদ একাউন্টের সুদ গ্রহণ বন্ধ করতেঃ

  • নগদ অ্যাপে নগদ পিন প্রদান করে প্রবেশ করুন
  • বোটম মেন্যু থেকে “My Nagad” ট্যাব সিলেক্ট করুন
  • “I want profit” অপশন সিলেক্ট করুন
  • এরপর “Do you want to change your profit account to non-profit account?” লেখা দেখতে পাবেন
  • সুদ গ্রহণ বন্ধ করতে “Yes” অপশনে ট্যাপ করুন

👉 নগদ একাউন্টের ৯টি সুবিধা যা আপনার জানা দরকার

নগদ মোবাইল মেন্যু ব্যবহার করে

নগদ মোবাইল মেন্যু ব্যবহার করেও নগদ একাউন্টে সুদ গ্রহণ বন্ধ করা যাবে। *167# ব্যবহার করে নগদ সুদ ফিচার বন্ধ করতেঃ

  • *167# ডায়াল করুন
  • “My Nagad” অপশন সিলেক্ট করতে 7 লিখে রিপ্লাই করুন
  • এরপর “Update Profit Status” সিলেক্ট করতে 4 লিখে রিপ্লাই করুন
  • সুদ গ্রহণ বন্ধ করতে “NO” সিলেক্ট করতে হবে, 2 লিখে রিপ্লাই করুন

এরপর চাইলে নগদ কল সেন্টার, 16167 নাম্বারে ডায়াল করে আপনার নগদ একাউন্টের সুদ গ্রহণের ফিচারটি ঠিকমত বন্ধ হয়েছে কিনা তা জেনে নিতে পারেন।

নগদ এর পাশাপাশি বিকাশ একাউন্টের ও সুদ বন্ধ করতে চান? ঘুরে আসতে পারেন কিভাবে বিকাশ একাউন্টের সুদ গ্রহণ বন্ধ করা যায় সে সম্পর্কে আমাদের ডেডিকেটেড পোস্টটি।

👉 বিকাশ একাউন্টে সুদ গ্রহণ বন্ধ করার উপায়

ইতিমধ্যে আপনার নগদ একাউন্ট না থাকলে ঘরে বসে নগদ অ্যাপ ব্যবহার করে খুলে ফেলতে পারেন নগদ একাউন্ট। নগদ একাউন্ট খোলার নিয়ম জানতে এখানে ক্লিক করুন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *