আইফোনের সাফারি ব্রাউজার ও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাপ সিরি’তে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে গুগল’কে লক্ষ্য করেছেন নিশ্চয়ই? সকল আইওএস অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসেই ডিফল্ট সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। অপরদিকে এই গুগল ও অ্যাপলের মধ্যে রয়েছে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা। তাহলে গুগল সার্চ সেবা অ্যাপলের ডিভাইসে এমন “জামাই আদর” পাচ্ছে কেন? অবশেষে এই প্রশ্নের উত্তর মিলেছে।
সম্প্রতি গুগলের এক গোপনীয় ডকুমেন্ট প্রকাশ পেয়েছে যা থেকে জানা গেছে, আইওএস ডিভাইসে ডিফল্ট সার্চ ইঞ্জিনের জায়গা পাওয়ার জন্য অ্যাপলকে ১ বিলিয়ন ডলার ফি দিয়েছে গুগল। ২০১৪ সালের এক গুগল ইনভয়েস থেকে এই তথ্য জানা গেছে।
তাতে আরও উল্লেখ আছে, আইওএস ডিভাইসে এই ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলের যে আয় হবে তার ৩৪ শতাংশ পাবে অ্যাপল। আর এই চুক্তির ফলেই ২০১৪’তে গুগলের কাছ থেকে ১ বিলিয়ন ডলার পেয়েছে অ্যাপল।
অবশ্য এই ব্যাপারে কোনো মন্তব্য করেনি দুই টেক জায়ান্ট। চুক্তিটি বা এর আর্থিক শর্তাদি এখনো বহাল রয়েছে কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।