অনলাইনে সুলভে যোগাযোগ করার জন্য ভাইবার বেশ জনপ্রিয় একটি সার্ভিস। চ্যাটিং করার সময় আমাদের অনেক ভুলভ্রান্তি হতে পারে। অনেক সময় শব্দের বানানে ভুল হয় আবার কোনো কোনো সময় একজনকে মেসেজ পাঠাতে গিয়ে অন্যজনকে পাঠানোর মত মারাত্নক ভুলও হয়ে থাকে।
কথায় আছে “বন্দুকের গুলি আর মুখের কথা উভয়ই সমান, কারণ একবার বের হয়ে গেলে আর ফেরানো যায়না।” কিন্তু ভাইবারের ক্ষেত্রে বাড়তি কিছুটা সুবিধা আপনি পাবেন।
এতে মেসেজ পাঠানো হয়ে গেলেও সেগুলো আবার আপনি চাইলে যেকোনো সময় ডিলিট করে দিতে পারবেন।
ফলে আপনি যাকে মেসেজ পাঠিয়েছেন সেও আর মেসেজটি দেখতে পারবে না। ভাইবারের নতুন এক আপডেটে এই ফিচারটি যুক্ত করা হয়েছে।
এক্ষেত্রে যে মেসেজটি আপনি মুছে ফেলতে চান সেই মেসেজের উপর প্রেস করে কিছুক্ষণ অপেক্ষা করুন। কয়েক সেকেন্ডের মধ্যেই মেসেজটি মুছে ফেলার অপশন পাবেন। মেসেজটি পুরোপুরি মুছতে চাইলে ‘ডিলিট ফর এভরিওয়ান’ অপশন সিলেক্ট/বাছাই করুন।
এন্ড্রয়েডের জন্য ভাইবার ডাউনলোড করতে এই গুগল প্লে স্টোর লিংক ও আইফোনের জন্য ভাইবার পেতে এই আইটিউনস লিংক ভিজিট করুন।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।