প্রোফাইল পিকচার পরিবর্তন করা আমাদের জন্য অনেক সময় দ্বিধাদ্বন্দ্বের ব্যাপার হয়ে উঠে। এই সমস্যা নিরসণের জন্য ফেসবুক নতুন এক ফিচার নিয়ে আসছে যার ফলে ব্যবহারকারীরা চাইলে একটি নির্দিষ্ট সময়ের জন্য তাদের প্রোফাইল পিকচার পরিবর্তন করে দিতে পারবেন। বর্তমানে ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে আছে।
ফেসবুকের তরফ থেকে বলা হয় যে, অনেকে অনেক সময় নির্দিষ্ট একটি আন্দোলন কিংবা ঘটনাকে সমর্থন করতে তাদের প্রোফাইল ছবি পরিবর্তন করে থাকেন। এই সুবিধা শুরু হলে ব্যবহারকারীরা চাইলে ঐ ঘটনার সময়কাল পর্যন্ত তাদের প্রোফাইল ছবি ঠিক করে দিতে পারবেন। সময় শেষ হয়ে যাবার পরে নিজে নিজেই আগের/মূল প্রোফাইল ছবি চলে আসবে। আগামী কয়েক মাসের মধ্যে এই সুবিধা শুরু করার চিন্তা ভাবনা ফেসবুকের রয়েছে।
হতে পারে কোনো বিশেষ দিবস কিংবা অনুষ্ঠান উপলক্ষ্যে সে সম্পর্কিত প্রোফাইল ছবি সেট করতে আপনি পছন্দ করেন। সেই বিশেষ দিন চলে যাওয়ার পর এই নতুন ফিচার অনুযায়ী আপনার নিয়মিত প্রোফাইল ছবি স্বয়ংক্রিয়ভাবেই ফিরে আসবে।
নতুন এই সুবিধার ফলে ব্যবহারকারীদের জন্য ফেসবুক চালানো অনেক সহজ হয়ে যাবে বলে বিশেষজ্ঞরা মনে করেছেন।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।