৯ ফেব্রুয়ারি সোমবার বিকেল সাড়ে চারটায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্মেলন ও মেলা ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫’ শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিন ব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
এতে আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বেসিস সভাপতি শামীম আহসান প্রমুখ।
‘ভবিষ্যত এখানেই’ স্লোগান নিয়ে আসা এবারের ডিজিটাল ওয়ার্ল্ড মেলায় ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরা হবে। এতে থাকছে বিভিন্ন ই-সেবার প্রদর্শনী ও সংশ্লিষ্ট সেমিনার। এছাড়া মোবাইল, ই-কমার্স, ই-গভর্নেন্স এবং বেসিস সফটএক্সপো নিয়ে থাকছে চারটি আলাদা প্রদর্শনী। নারীদের জন্যও থাকবে বিশেষ আয়োজন।
৯-১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন অফিশিয়াল ওয়েবসাইট http://www.digitalworld.org.bd/
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।