ওবামাকে গোপনে আইফোন দেখিয়েছিলেন স্টিভ জবস

প্রেসিডেন্ট হওয়ার আগে ২০০৭ সালে বারাক ওবামা আনরিলিজড অবস্থায় আইফোন দেখার সুযোগ পেয়েছিলেন। স্টিভ জবস ওবামাকে মুক্তির আগেই আইফোন দেখিয়েছিলেন এবং তিনি এটা বেশ পছন্দ করেন।

বারাক ওবামার প্রচারবিষয়ক উপদেষ্টা ডেভিড অ্যাক্সলর্ড তার পরবর্তী বই ‘My Forty Years in Politics’ এর একটি অনুচ্ছেদে ওবামা এবং স্টিভ জবসের গোপন বৈঠকের বিষয়টির উল্লেখ করেন। নাইন-টু-ফাইভ-ম্যাক এর মতে এটি ২০০৭ সালের শুরুর দিকে আইফোন বাজারে আসার আগের ঘটনা।

অ্যাক্সলর্ড মতে, বৈঠকের পরে ওবামা বলেছিলেন, “যদি এটি আইনসম্মত হয়, তাহলে অ্যাপলের স্টকের একটা বড় অংশ আমিই কিনে নেব। এটা বিশাল একটা ব্যাপার হতে যাচ্ছে।”

অ্যাপলের সাম্প্রতিক ত্রৈমাসিক আয় থেকে দেখা যায়, গত ডিসেম্বরে শেষ হওয়া প্রান্তিকে কোম্পানিটি ৭৪.৫ মিলিয়ন আইফোন বিক্রি করেছে যখন অ্যাপলের ইতিহাসের সর্বোচ্চ ত্রৈমাসিক মুনাফা অর্জিত হয়। ওবামার ধারনা আসলেই ভুল ছিলনা।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *