স্যামসাং বিভিন্ন পত্রপত্রিকার নিকট তাদের নতুন পণ্যের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাঠাচ্ছে। সবাই আশা করছে, ঐ ইভেন্টে কোম্পানিটি নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন উন্মোচন করবে। ‘গ্যলাক্সি আনপ্যাকড ২০১৫’ শীর্ষক ঐ অনুষ্ঠানটি আগামী মার্চ এর ১ তারিখ বার্সেলোনার মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অনুষ্ঠিত হবে।
একই দিনে এইসটিসি তাদের ফ্ল্যাগশিপ ফোন নিয়ে আসবে। স্যামসাং এবার বাঁকানো পর্দা বিশিষ্ট গ্যলাক্সি নোট এজ’ও নিয়ে আসতে পারে।
গত বছর এরকম অনুষ্ঠানে স্যামসাং তাদের গিয়ার ফিট ও গ্যলাক্সি এস৫ উন্মোচন করেছিল যা কোম্পানিটিকে খুব একটা লাভের মুখ দেখাতে পারেনি। স্যামসাং জানিয়েছে এবার তারা নতুন ম্যাটেরিয়াল, নতুন ডিজাইন এবং অন্যান্য নতুন সব ফিচার নিয়ে আসছে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে যে তারা চাচ্ছে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোনের জন্য কোয়ালকম প্রসেসর বাদ দিতে যাচ্ছে। কিছু কিছু রিপোর্টে শোনা যাচ্ছে স্ন্যাপড্রাগন ৮১০ চিপ খুব দ্রুত গরম হয়ে যায়।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।