ব্যবহারকারীদের সারাবছরের একটি সংক্ষিপ্ত হাইলাইট উপস্থাপনের জন্য ফেসবুকের অটোমেটেড “ইয়ার ইন রিভিউ” নামক স্লাইড শো ফিচারটি তৈরি করা হয়েছিল যাতে করে গ্রাহকরা তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্টকৃত সুখময় স্মৃতি গুলো এক নজরে অবলোকন করতে পারেন। কিন্তু শুধু সুখময় দিন নিয়েই নয় বরং সুখ-দুঃখ মিলেই জীবন আর এ ব্যাপারটি তুলে ধরতে গিয়েই ফেসবুকের অ্যালগরিদম ক্ষেত্রবিশেষ ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে ভাবছেন কেউ কেউ।
এরিক মেয়ার (পেশায় ওয়েব ডিজাইনার) এর ইয়ার ইন রিভিউতে তার অতি সম্প্রতি মৃত মেয়ের ছবি আসছে। আরও আছে মিঠাই, উৎসবে যাওয়া নৃত্যরত লোকজন এবং লেখা রয়েছে “এরিক আপনার বছরটি এরকম ছিল”; ফেসবুকের এ ধরনের অসামঞ্জস্যতার বিপরীতে এরিক তার ব্লগে “অসাবধান এলগরিদমের নিষ্ঠুরতা” এবং তাড়াহুড়োয় তৈরিকৃত আধুনিক সফটওয়্যার ডিজাইনের দিকে আলোকপাত করেন।
“একটি ছবি আমাদের হাসাবে, স্তম্ভিত করে তুলবে নাকি কষ্ট দেবে তা সফটওয়্যারের মাধ্যমে নির্নয় করা সহজ কাজ নয়”
তিনি লিখেন, “ইয়ার ইন রিভিউ বিভিন্ন ভাবে ঘুরে ঘুরে আসছে বিভিন্ন উৎসবমুখর ইফেক্টের সাথে- এ যেন মৃত্যু উৎসব উদযাপিত হচ্ছে। হ্যাঁ, এটা সত্যি যে এগুল বন্ধ করার উপায় আছে কিন্তু কতজন লোক সে সম্পর্কে ভাল ভাবে জানেন ? আপনি যে সংখ্যা চিন্তা করছেন তার থেকেও অনেক বেশি লোকই এটা বন্ধ করতে জানেন না।”
এরিক তার পোস্ট শেষে এসব অ্যাপ ডিজাইনারদের আরও সহানুভূতিশীল হিসেবে দেখার ইচ্ছা প্রকাশ করেন। ওম মালিক (গিগাওম প্রতিষ্ঠাতা) বলেন ফেসবুক, ব্যাবহারকারীদের ব্যাবহারকারী হিসাবে চিন্তা করার অভ্যাস পরিত্যাগ করে বরং আমজনতা ভাবছে। এরিক মেয়ারের পোস্টটি দেখার পর তিনি ফেসবুক সম্পর্কে বলেন ফেসবুকের শুধু অ্যালগরিদমেই নয় বরং সংস্কৃতিতেও পরিবর্তন আনা উচিৎ।
আপডেটঃ সফটওয়্যার নির্ভর ‘ইয়ার ইন রিভিউ’ ফিচারটির কারণে যারা ব্যথিত হয়েছেন তাদের প্রতি দুঃখ প্রকাশ করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।