ইলেকট্রনিকস জায়ান্ট স্যামসাং তাদের চ্যাটঅন মেসেজিং সার্ভিস ২০১৫ সালের প্রথম তিন মাসের মধ্যে পুরোপুরি বন্ধ করতে যাচ্ছে। বেশীর ভাগ দেশেই অ্যাপটি ফেব্রুয়ারির প্রথমেই বন্ধ হচ্ছে, যদিও অ্যামেরিকাতে এটি প্রায় মার্চের শেষ পর্যন্ত স্থায়ী হবে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
সাউথ কোরিয়ান কোম্পানি স্যামসাংয়ের চ্যাটঅন ইনস্ট্যান্ট মেসেজিং সেবা ২০১১ সাল থেকে এ পর্যন্ত প্রায় ১০০ মিলিয়ন ব্যাবহারকারী পর্যন্ত পৌঁছেছে। তবে এক্ষেত্রে সংখ্যা আর জনপ্রিয়তা এক জিনিস নয়, কেননা স্যামসাং স্মার্টফোনের সাথে চ্যাটঅন অ্যাপ প্রিলোডেড থাকে। এক জরীপে দেখা গেছে ব্যাবহারকারীরা প্রতি মাসে গড়ে মাত্র ৬ সেকেন্ড চ্যাটঅন ব্যাবহার করে।
ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ইত্যাদি প্রতিদ্বন্দ্বীর সাথে স্যামসাং এর চ্যাটঅন আর পেরে উঠছেনা।
মোট কথা স্যামসাংয়ের সবগুলো ব্যাবসাই এখন বাজারে যুদ্ধ করছে এবং এই সময়ে নিম্নমুখী অ্যাপকে সাপোর্ট দেয়া স্যামসাংয়ের পক্ষে কঠিন।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।