বিদায় নিচ্ছে ঘটনাবহুল ২০১৪ সাল। বরাবরের মত এবারও বছরজুড়ে সর্বাধিক অনুসন্ধানকৃত বিষয়বস্তুর তালিকা প্রকাশ করেছে গুগল। চলুন দেখি ২০১৪’তে বাংলাদেশ ও বিশ্বজুড়ে সবচেয়ে বেশিসংখ্যক সার্চকৃত কিওয়ার্ডসমূহ।
প্রথমেই তাকানো যাক বাংলাদেশের সার্চ ট্রেন্ডের দিকে। বাংলাদেশ থেকে গুগলে যে ব্যক্তিদের সবচেয়ে বেশিবার অনুসন্ধান করা হয়েছে তারা হচ্ছেনঃ
- Jennifer Lawrence
- Robin Williams
- Suchitra Sen
- James Rodriguez
- Naila Nayem
- Amrita Arora
- Kriti Sanon
- Akhi Alamgir
- Arpita Khan
- Neimar
আর বাংলাদেশ থেকে যেসব তথ্য খোঁজা হয়েছে তার মধ্যে টপ-টেন লিস্টে আছে যেগুলো তা হচ্ছেঃ
- SSC Result 2014
- HSC Result 2014
- World Cup 2014
- Sonali Bank
- Janata Bank
- NTRCA
- IPL 2014
- Kick
- Bang Bang
- Eid sms
আন্তর্জাতিকভাবে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে নিচের বিষয়বস্তুগুলোঃ
- Robin Williams
- World Cup
- Ebola
- Malaysia Airlines
- ALS Ice Bucket Challenge
- Flappy Bird
- Conchita Wurst
- ISIS
- Frozen
- Sochi Olympics
এবার দেখুন আন্তর্জাতিক প্রযুক্তি ক্ষেত্রে কনস্যুমার ইলেকট্রনিকস বিষয়ক গুগল সার্চ টপলিস্টঃ
- iPhone 6
- Samsung Galaxy S5
- Nexus 6
- Moto G
- Samsung Note 4
- LG G3
- Xbox One
- Apple Watch
- Nokia X
- iPad Air
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।