দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিকস কোম্পানি এলজি আজ নতুন দুটি মিড-রেঞ্জ এন্ড্রয়েড স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। এগুলো হচ্ছে, এলজি ‘এল ফিনো’ এবং ‘এল বেলো’। এদের বৈশিষ্ট্য বলছে, সেটদুটি সুলভ এন্ড্রয়েড ক্রেতাদের জন্যই নকশাকৃত।
এল ফিনো মডেলের হ্যান্ডসেটে রয়েছে এন্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেম, ৪.৫ ইঞ্চি (৮০০ x ৪৮০পি, ২০৭ পিপিআই) ডাব্লিউভিজিএ আইপিএস টাচস্ক্রিন, ১.২ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর, ১জিবি র্যাম, ৪জিবি স্টোরেজ, ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ভিজিএ ফ্রন্ট ক্যামেরা, ১৯০০ এমএএইচ ব্যাটারি, থ্রিজি সাপোর্ট ইত্যাদি।
অপরদিকে এলজি এল বেলো’তে পাবেন এন্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেম, ৫ ইঞ্চি এফডাব্লিউভিজিএ আইপিএস (৮৫৪ x ৪৮০পি, ১৯৬ পিপিআই) স্ক্রিন, ১জিবি র্যাম, ৮জিবি স্টোরেজ, ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ১ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ২৫৪০ এমএএইচ ব্যাটারি, থ্রিজি প্রভৃতি।
এখন পর্যন্ত ডিভাইসদুটির কোনো দাম উল্লেখ করেনি এলজি। তবে কোম্পানিটি জানিয়েছে, চলতি মাসেই ল্যাটিন অ্যামেরিকার বাজারে পাওয়া যাবে এল ফিনো এবং এল বেলো। এরপর এশিয়া, ইউরোপ সহ অন্যান্য মার্কেটেও চলে আসবে সেটদুটি।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।