নতুন দুটি সুলভ থ্রিজি এন্ড্রয়েড স্মার্টফোন লঞ্চ করছে এলজি

LG_L_BELLO(left)_and_L_FINO(right)_500... ..দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিকস কোম্পানি এলজি আজ নতুন দুটি মিড-রেঞ্জ এন্ড্রয়েড স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। এগুলো হচ্ছে, এলজি ‘এল ফিনো’ এবং ‘এল বেলো’। এদের বৈশিষ্ট্য বলছে, সেটদুটি সুলভ এন্ড্রয়েড ক্রেতাদের জন্যই নকশাকৃত।

এল ফিনো মডেলের হ্যান্ডসেটে রয়েছে এন্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেম, ৪.৫ ইঞ্চি (৮০০ x ৪৮০পি, ২০৭ পিপিআই) ডাব্লিউভিজিএ আইপিএস টাচস্ক্রিন, ১.২ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর, ১জিবি র‍্যাম, ৪জিবি স্টোরেজ, ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ভিজিএ ফ্রন্ট ক্যামেরা, ১৯০০ এমএএইচ ব্যাটারি, থ্রিজি সাপোর্ট ইত্যাদি।

অপরদিকে এলজি এল বেলো’তে পাবেন এন্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেম, ৫ ইঞ্চি এফডাব্লিউভিজিএ আইপিএস (৮৫৪ x ৪৮০পি, ১৯৬ পিপিআই) স্ক্রিন, ১জিবি র‍্যাম, ৮জিবি স্টোরেজ, ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ১ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ২৫৪০ এমএএইচ ব্যাটারি, থ্রিজি প্রভৃতি।

এখন পর্যন্ত ডিভাইসদুটির কোনো দাম উল্লেখ করেনি এলজি। তবে কোম্পানিটি জানিয়েছে, চলতি মাসেই ল্যাটিন অ্যামেরিকার বাজারে পাওয়া যাবে এল ফিনো এবং এল বেলো। এরপর এশিয়া, ইউরোপ সহ অন্যান্য মার্কেটেও চলে আসবে সেটদুটি।

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,161 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.