উইন্ডোজ ফোন ৮.১ চালিত নতুন দুটি লুমিয়া স্মার্টফোন শীঘ্রই লঞ্চ করতে যাচ্ছে মাইক্রোসফট। রেডমন্ডের পরিকল্পনার খোঁজখবর রাখে এমন কিছু সূত্রের বরাত দিয়ে প্রযুক্তি সাইট দ্যা ভার্জ এই তথ্য জানিয়েছে। কয়েকদিন আগে মাইক্রোসফটের একটি আভ্যন্তরীণ মিটিংয়ে স্টিফেন ইলপ দুটি হ্যান্ডসেটের ওপর আলোচনা করেন, যার একটিকে তিনি সেলফি ফোন বলে উল্লেখ করেন।
এই সেলফি ডিভাইসটিই এর আগে ‘সুপারম্যান’ কোডনেম নিয়ে লিক হয়েছিল। এতে রয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ৪.৭ ইঞ্চি স্ক্রিন। সামনের দিকে ৫ মেগাপিক্সেল ক্যামেরা থাকায় এতে নিজের ছবি নিজে তোলা বা সেলফি নেয়া সহজ হবে বলেই সেটটির এমন নামকরণ করা হয়েছে।
উইন্ডোজ ফোন ৮.১ চালিত দ্বিতীয় ফোনটির কোডনেম হচ্ছে টেসলা। এটি একটু হাই-এন্ড স্পেসিফিকেশনের হবে, যাতে পিওরভিউ ক্যামেরা প্রযুক্তি থাকবে। টেসলা ডিভাইসগুলো পরবর্তীতে লুমিয়া ৭২০ ব্র্যান্ডে বাজারে আসবে বলে জানা যায়। এটি দেখতে অনেকটা লুমিয়া ৯৩০ এর মত হলেও নতুন স্মার্টফোনটির ওজন ও পুরুত্ব কম হবে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।