চীনের গুয়াংডং প্রদেশের শেনঝেনে ১১ বছর বয়সী একটি ছেলের শেষ ইচ্ছে অনুযায়ী তার কিডনি ও লিভার দান করে দেয়া হয়েছে। লিয়াং ইয়াওয়ি নামের এই শিশুটি প্রাইমারি স্কুলে পড়ার সময় হঠাত একদিন মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম হয় এবং পরের দিন সে হাঁটতে সমস্যা বোধ করে। এসময় হাসপাতালে নিয়ে গেলে ৯ বছর বয়সে লিয়াংয়ের ব্রেইনে টিউমার ধরা পড়ে।
দুই বছর ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর, ১১ বছর বয়সী লিয়াং ইয়াওয়ি গত ৬ই জুন মৃত্যু বরণ করে। বিদায়ের আগে এই কিশোর তার মায়ের কাছে শেষ ইচ্ছে হিসেবে নিজের অঙ্গ দান করার আকাঙ্ক্ষা ব্যক্ত করে।
লিয়াং তার মাকে বলে, মৃত্যুর পরে তাকে যেন দান করে দেয়া হয়। প্রথমে মা তার কথা বুঝতে পারেননি। এরপর লিয়াং আরও ব্যাখ্যা করে বলে, তার অংগ-প্রত্যংগ যেন দান করা হয়।
ছেলেটি বলে, ‘পৃথিবীতে অনেকেই অনেকে ভাল ভাল কাজ করে যাচ্ছেন। তাঁরা মহৎ, আমিও একজন মহান শিশু (Great Kid) হতে চাই। ’
লিয়াংয়ের শেষ ইচ্ছে পূরণের জন্য তার মা হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে কিশোরটির কিডনি ও লিভার দান করে দেন। পোস্টের শুরুতে দেয়া ছবিতে দেখুন, প্রাণহীন লিয়াংকে নিয়ে যাওয়ার সময় ডাক্তাররা এই ‘Great Kid’ এর প্রতি অবনত মস্তকে সম্মান প্রদর্শন করছেন। আরেকটু খেয়াল করলে শিশুটির মাকেও ক্রন্দনরত অবস্থায় দেখবেন।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।