চীনা ইলেকট্রনিক্স কোম্পানি টিএইচএল এমন একটি স্মার্টফোন বানিয়েছে যাতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেয়া হয়েছে যা কিনা ১০০০ ঘন্টা স্ট্যান্ডাবাই টাইম উপহার দেবে। মাত্র ৮.৯ মিলিমিটার পুরুত্বের এই ডিভাইসটি চলবে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমে।
দীর্ঘ আয়ু বিশিষ্ট এই সিলিকন অ্যানোড লিথিয়াম পলিমার ব্যাটারি তৈরি করেছে মার্কিন কোম্পানি অ্যাম্পিরাস। এটি ৪৭ ঘন্টা টকটাইম, ১১ ঘন্টা ওয়েব ব্রাউজিং টাইম, ১২৫ ঘন্টা মিউজিক প্লে টাইম, এবং ১১.৬ ঘন্টা ভিডিও প্লেব্যাক টাইম দেবে বলে জানিয়েছে টিএইচএল।
স্মার্টফোনটিতে রয়েছে ৫ ইঞ্চি (১৯২০ x ১০৮০পি) স্ক্রিন, গরিলা গ্লাস ৩, মিডিয়াটেক ৮ কোর ১.৭ গিগাহার্টজ এমটি৬৫৯২ প্রসেসর, ৭০০ মেগাহার্টজ কোয়াড কোর ম্যালি জিপিইউ, ২জিবি র্যাম, ৩২ জিবি স্টোরেজ, মাইক্রোএসডি কার্ড স্লট, ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, এনএফসি, ওটিজি, ব্লুটুথ, জিপিএস, ওয়াইফাই, এফএম রেডিও, থ্রিজি প্রভৃতি।
টিএইচএল ৫০০০ মডেলের স্মার্টফোনটি কোম্পানি ওয়েবসাইটে অর্ডার করা যাবে। এটি কিনতে চাইলে টিইএইচএল সাইট কিংবা আপনার নিকটস্থ মোবাইল ফোনের দোকানে খোঁজ নিতে পারেন।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।