ফ্রি ও ওপেন সোর্স মোবাইল অপারেটিং সিস্টেম এন্ড্রয়েডের ব্র্যান্ডিং নিয়ে আরও কঠোর হচ্ছে গুগল। কোম্পানিটির এন্ড্রয়েড সফটওয়্যার ব্যবহার করতে চাইলে ডিভাইস নির্মাতাদের আরও ফলাও করে সেটি প্রচার করতে হবে। যদিও এ ব্যাপারে অফিসিয়াল ঘোষণা এখনও আসেনি, তবে বেশ কয়েকটি প্রযুক্তি বিষয়ক সাইট এ ব্যাপারে পুর্বাভাস দিয়েছে।
এন্ড্রয়েড সেন্ট্রাল ও গিক ডটকম জানাচ্ছে, অদূর ভবিষ্যতেই গুগল সার্ভিস ব্যবহারকারী সকল এন্ড্রয়েড গেজেট ম্যানুফ্যাকচারার কোম্পানিগুলোকে এন্ড্রয়েড ব্র্যান্ডিং প্রচারে বাধ্য করবে ওয়েব জায়ান্ট। তখন ডিভাইসের স্টার্ট-স্প্ল্যাস স্ক্রিনে ‘পাওয়ারড বাই এন্ড্রয়েড’ লেখা থাকবে।
ফেব্রুয়ারিতে প্রকাশিত স্যামসাং গ্যালাক্সি এস৫ স্মার্টফোনের বুট স্ক্রিনেও ‘পাওয়ারড বাই এন্ড্রয়েড’ লেখা আছে। সম্প্রতি বাজারে আসা এইচটিসি ওয়ান এম৮ ফোনের স্প্ল্যাশ স্ক্রিনেও একই স্ট্যাম্প দেখা যায়।
একাধিক স্মার্টফোনে হঠাত করেই একই স্ট্যাম্প বা চিহ্ন ব্যবহৃত হতে দেখে একে গুগলের নির্দেশনা বলেই ধরে নিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকরা। অপরদিকে নিজস্ব সূত্রের রেফারেন্সে গিক ডটকম মোটামুটি নিশ্চিত যে গুগল এখন থেকে তাদের সেবা সংশ্লিষ্ট অ্যাপস ব্যবহারের পূর্বশর্ত হিসেবে ‘পাওয়ারড বাই এন্ড্রয়েড’ লোগো দেখানো আবশ্যক ঘোষণা করছে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।