মাত্র ২৫ ডলারে স্মার্টফোন বিক্রি করবে মজিলা!

mozill 25 dollar phoneফায়ারফক্স নির্মাতা সংস্থা মজিলা উন্নয়নশীল দেশগুলোর ক্রেতাদের আকৃষ্ট করতে মাত্র ২৫ ডলার মূল্যের স্মার্টফোন বিক্রির পরিকল্পনা করছে। বার্সেলোনায় চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ডিভাইসটির একটি প্রোটোটাইপ বা পরীক্ষামূলক ভার্সন প্রদর্শন করেছে মজিলা। ফোনটি ম্যানুফ্যাকচারের জন্য একটি চীনা কমদামী চিপ নির্মাতা কোম্পানি ‘স্প্রেডট্রাম’ এর সাথে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। এটি ফায়ারফক্স অপারেটিং সিস্টেমে চলবে। ডিভাইসটি তৈরি করবে জেডটিই।

বলাই বাহুল্য, কম খরচের এই ফোনটিতে খুব বেশি কাজ করা যাবেনা। এতে সীমিত পরিসরে কিছু অ্যাপ চালানো যাবে এবং ইন্টারনেট ব্রাউজ করা যাবে। এতে ৩.৫ ইঞ্চি স্ক্রিন, ডাব্লিউসিডিএমএ/এজ, কর্টেক্স এ৫ (এসসি৬৮২১) চিপসেট, ওয়াইফাই, ব্লুটুথ, ক্যামেরা, এফএম রেডিও, ৩.৫ ইঞ্চি স্ক্রিন প্রভৃতি থাকবে।

মজিলার উল্লিখিত স্মার্টফোনটি প্রকৃতপক্ষে একটি ‘ফিচারফোনের’ চেয়ে কিছুটা আপগ্রেডেড বলা যেতে পারে। তবে কোনো কোনো প্রযুক্তি বিশ্লেষক একে ‘বিশ্রী বা অশোভন ফিচারফোন’ হিসেবে অভিহিত করেছেন।

বাংলাদেশী মুদ্রায় দুই হাজার টাকার চেয়েও কম মূল্যের এই ফোনটি কবে নাগাদ বাজারে আসবে তা জানা যায়নি।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *