এন্ড্রয়েড হচ্ছে বিশ্বের সবচেয়ে বহুল ব্যবহৃত স্মার্ট ডিভাইস অপারেটিং সিস্টেম। এর ডেভলপার গুগল সফটওয়্যারটিকে বিনামূল্যে ব্যবহারের অনুমতি দেয়। এটি ওপেন সোর্স- অর্থাৎ একে আপনি একটি নির্দিষ্ট মাত্রায় কাস্টোমাইজ করে এন্ড্রয়েড ব্র্যান্ডিংয়ের ব্যানারে বাজারজাত করতে পারবেন।
আর এজন্যই বিভিন্ন অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার (ওইএম) কোম্পানি (যেমন স্যামসাং, সনি) তাদের স্মার্টফোন ও ট্যাবলেটে এন্ড্রয়েড ওএস ব্যবহার করে। মূল এন্ড্রয়েড সফটওয়্যারটির জন্য কোনো লাইসেন্স ফি চার্জ করেনা গুগল।
দ্যা গার্ডিয়ান জানাচ্ছে, গুগল মোবাইল সার্ভিস (জিএমএস) লাইসেন্স নেয়ার জন্য দরকারী সার্টিফিকেট পেতে কোনো কোনো কোম্পানির ছয় অংকের অর্থ খরচ করতে হয়।
পত্রিকাটি আরও লিখছে, বিশ্বের শতাধিক ছোট-বড় মোবাইল ডিভাইস নির্মাতাদের এই টেস্টিংয়ের পেছনে ৪০,০০০ থেকে ৭৫,০০০ মার্কিন ডলার খরচ হচ্ছে।
এক্ষেত্রে ৩০,০০০ ডিভাইসের জন্য ৪০,০০০ ডলার এবং ১০০,০০০ ডিভাইসের জন্য ৭৫,০০০ ডলার খরচ হতে পারে বলে জানা যায়। তবে জিএমএস লাইসেন্সিংয়ের এই খরচের বিষয়ে কোনো মন্তব্য করেনি গুগল।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।