নতুন বছরের প্রথম দিনেই সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের অনলাইন কমিউনিকেশন সার্ভিস স্কাইপের অফিসিয়াল টুইটার একাউন্ট ও ব্লগ সেকশন হ্যাক করেছিল হ্যাকার গ্রুপ সিরিয়ান ইলেকট্রনিক আর্মি। এরপর এসব সোশ্যাল মিডিয়ায় মাইক্রোসফট-বিরোধী পোস্ট দেয় গ্রুপটি। অবশ্য, পরবর্তীতে পুনরায় টুইটার ও ব্লগের নিয়ন্ত্রণ নিয়ে নেয় মাইক্রোসফট। কিন্তু আজ সকালে একই খারাপ খবরে ঘুম ভাঙল রেডমন্ডের। সিরিয়ান ইলেকট্রনিক আর্মি আবারও মাইক্রোসফটের অনলাইন মিডিয়ায় হানা দিয়েছে।
এবার মাইক্রোসফট নিউজের টুইটার একাউন্ট এবং কোম্পানিটির পুরো অফিসিয়াল ব্লগ সাইট হ্যাক করেছে এসইএ (সিরিয়ান ইলেকট্রনিক আর্মি);
সিরিয়ান ইলেকট্রনিক আর্মির অভিযোগ, ‘মাইক্রোসফট তাদের ইমেইল ব্যবহারকারীদের তথ্য মনিটর করে এবং যুক্তরাষ্ট্র সরকারের নিকট ইউজারদের ডেটা বিক্রি করে থাকে। আমরা এ বিষয়ে আরও তথ্য-প্রমাণ প্রকাশ করব। মাইক্রোসফট আমাদের শত্রু নয়, তবে তারা যা করছে তাতে এসইএ ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
২০১৪ সালের প্রথম দিন অর্থাৎ পহেলা জানুয়ারি, যখন মাইক্রোসফটের অধিকাংশ কর্মীই ছুটিতে ছিলেন তখন স্কাইপের ব্লগ ও টুইটার একাউন্ট হ্যাকিংয়ের খবরটি তাৎক্ষণিক স্বীকার করেনি রেডমন্ড। তবে এবার দ্রুত পদক্ষেপ নিয়েছে মাইক্রোসফট।
আপডেট বাংলাদেশ সময় সকাল ৯টাঃ মাইক্রোসফট নিউজের টুইটার একাউন্ট আবার রিকভার করা হয়েছে। কোম্পানিটির টেকনেট ব্লগও এখন স্বাভাবিক অবস্থায় পাওয়া গেছে।
আজকের এই হ্যাকিংয়ের ফলে মাইক্রোসফটের কোনো ব্যবহারকারী তথ্য বেহাত হয়নি বলে জানিয়েছে উইন্ডোজ নির্মাতা।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।