আমাদের সাইটটি নিয়মিত ভিজিট করে থাকলে এতক্ষণে নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) এর তৈরি দেশি ব্র্যান্ডের দোয়েল নেটবুকের প্রাইমারি-২১০২ মডেল বিক্রি হচ্ছে মাত্র ৫ হাজার টাকায়।
কয়েকটি নির্দিষ্ট সেলস সেন্টারে বুধবার পহেলা জানুয়ারি ২০১৪ থেকে সাশ্রয়ী মূল্যের এই নেটবুক পাওয়া যাচ্ছে। ঢাকায় গুলিস্তানে বিটিসিএলের ওয়ান পয়েন্ট সার্ভিস সেন্টার, গাজীপুরে টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) বিপণন সেন্টার এবং খুলনায় বিসিএল ওয়ান পয়েন্টে কম দামে এই নেটবুক কিনতে পারবেন।
পোস্টের মধ্যে দেয়া ছকে জানব এর বিস্তারিত স্পেসিফিকেশনঃ
ডিসপ্লে |
১০” এলসিডি (১০২৪ x ৬০০ পিক্সেল) |
প্রসেসর |
VIA ৮৬৫০ ৮০০ মেগাহার্জ |
র্যাম |
৫১২ মেগাবাইট |
প্রধান চিপসেট |
—- |
গ্রাফিক্স |
—- |
স্টোরেজ এইচএইচডি |
১৬ জিবি এনএএনডি ফ্লাশ |
ডিভিডি রাইটার |
নেই |
অডিও |
হ্যাঁ (ইন ফোকাস অডিও) |
বিল্ট-ইন স্পিকার |
হ্যাঁ |
ওয়েবক্যাম |
০.৩ মেগাপিক্সেল |
ইথারনেট ল্যান |
হ্যাঁ |
ওয়াইফাই |
৮০২.১১ |
ব্লুটুথ |
নেই |
ইউএসবি |
৩ টি করে ইউএসবি ২.০ |
হেডফোন |
হ্যাঁ |
এইচএমআই |
নেই |
কি-বোর্ড |
৮৪টি বাটন (ইংলিশ এবং ফোনেটিক বাঙলা) |
টাচ প্যাড |
হ্যাঁ |
ব্যাটারী |
লি-পলিমার-১৮০০এমএএইচ |
রং |
৪টি |
অপারেটিং সিস্টেম |
উইন্ডোজ সিই ৬.০ / গুগল এন্ড্রয়েড |
দাম |
বর্তমানে হ্রাসকৃত বিক্রয়মূল্য ৫০০০ টাকা। পূর্বে ছিল ১০,৫০০ টাকা। |
উপরোক্ত বিক্রয় কেন্দ্রসমূহে দোয়েল বেসিক ০৭০৩পি মডেলের উইন্ডোজ ৭/এক্সপি/উবুন্তু কম্প্যাটিবল ১০.১ ইঞ্চি স্ক্রিনের কম্পিউটার বিক্রি হচ্ছে ১৩,৩০০ টাকায়। ৩২০জিবি হার্ডডিস্কের এই ডিভাইসটির দাম ছিল ১৫,৫০০ টাকা। একই মডেলের ২৫০ জিবি স্টোরেজ সমৃদ্ধ নোটবুকের হ্রাসকৃত বিক্রয়মূল্য এখন ১৩,০০০ টাকায়।
এছাড়া দোয়েল স্ট্যান্ডার্ড ২৬০৩ মডেলের নোটবুক বিক্রি হচ্ছে ১৪ হাজার টাকায় (পূর্বমূল্য ২০ হাজার ৩০০টাকা), অ্যাডভান্স-১৬১২ নোটবুক ১৪ হাজার টাকায়, আরেকটি ভার্সন অ্যাডভান্স ১৬১২ ২০ হাজার টাকায় এবং ১৬১২আই মডেল বিক্রি হচ্ছে ২১ হাজার টাকায়।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।