ওয়েব জায়ান্ট গুগলের মালিকানাধীন ইলেকট্রনিক মেইল সেবা জিমেইলে শীঘ্রই বার্তার মধ্যে থাকা ছবিসমূহ স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হওয়া শুরু করবে। এ পর্যন্ত ইমেইলের সাথে আগত ইমেজগুলো বাই ডিফল্ট দেখানো হতোনা, বরং নির্দিষ্ট অপশনে ক্লিক করলে তবেই ছবিসহ পুরো মেইল পড়া যেত।
জিমেইলের প্রোডাক্ট ম্যানেজার জন রে-গ্র্যান্ট সেবাটির অফিসিয়াল ব্লগে এই ঘোষণা দেন। জিমেইলের মূল ফিচারসমূহে এটি একটি বড় পরিবর্তন।
আপনি যদি জিমেইল ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে এর পূর্বের পলিসি সম্পর্কে নিশ্চয়ই অবগত আছেন। তখন মেইলের সাথে পাঠানো ছবিগুলো প্রথমবার দেখানো হতনা। এরপর ইনবক্স থেকে আলাদা পারমিশন দিলে তবেই সেগুলো দেখা যেত। এছাড়া কোন নির্দিষ্ট ইমেইল এড্রেসের জন্য স্থায়ীভাবেও এই পারমিশন দেয়া যেত।
গুগল বলছে, এখন থেকে তারা আরও নিরাপদ সার্ভার থেকে এসব ইমেজ ডেলিভারি দেবে, ফলে এতে নিরাপত্তাজনিত আশঙ্কা না থাকায় ইমেজের জন্য আগের মত আলাদা পারমিশন দরকার হবেনা।
জিমেইলের নতুন এই ফিচার শীঘ্রই সেবাটির ডেস্কটপ ভার্সনে চলে আসবে। এরপর ২০১৪ সালের প্রথম দিকে মোবাইল অ্যাপেও উপভোগ করা যাবে অটোম্যাটিক ইমেজ ডিসপ্লে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।