স্বয়ংক্রিয়ভাবেই ছবি প্রদর্শন করবে জিমেইল

Gmail-bannerওয়েব জায়ান্ট গুগলের মালিকানাধীন ইলেকট্রনিক মেইল সেবা জিমেইলে শীঘ্রই বার্তার মধ্যে থাকা ছবিসমূহ স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হওয়া শুরু করবে। এ পর্যন্ত ইমেইলের সাথে আগত ইমেজগুলো বাই ডিফল্ট দেখানো হতোনা, বরং নির্দিষ্ট অপশনে ক্লিক করলে তবেই ছবিসহ পুরো মেইল পড়া যেত।

জিমেইলের প্রোডাক্ট ম্যানেজার জন রে-গ্র্যান্ট সেবাটির অফিসিয়াল ব্লগে এই ঘোষণা দেন। জিমেইলের মূল ফিচারসমূহে এটি একটি বড় পরিবর্তন।

আপনি যদি জিমেইল ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে এর পূর্বের পলিসি সম্পর্কে নিশ্চয়ই অবগত আছেন। তখন মেইলের সাথে পাঠানো ছবিগুলো প্রথমবার দেখানো হতনা। এরপর ইনবক্স থেকে আলাদা পারমিশন দিলে তবেই সেগুলো দেখা যেত। এছাড়া কোন নির্দিষ্ট ইমেইল এড্রেসের জন্য স্থায়ীভাবেও এই পারমিশন দেয়া যেত।

গুগল বলছে, এখন থেকে তারা আরও নিরাপদ সার্ভার থেকে এসব ইমেজ ডেলিভারি দেবে, ফলে এতে নিরাপত্তাজনিত আশঙ্কা না থাকায় ইমেজের জন্য আগের মত আলাদা পারমিশন দরকার হবেনা।

জিমেইলের নতুন এই ফিচার শীঘ্রই সেবাটির ডেস্কটপ ভার্সনে চলে আসবে। এরপর ২০১৪ সালের প্রথম দিকে মোবাইল অ্যাপেও উপভোগ করা যাবে অটোম্যাটিক ইমেজ ডিসপ্লে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,550 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *