বাংলাদেশের বাজারে ভিভো লঞ্চ করেছে তাদের ভিভো Y33s স্মার্টফোন। অফিসিয়ালি এই প্রথম দেশের বাজারে ভিভো বিক্রি করতে যাচ্ছে এই স্মার্টফোনটি। দেশের বাইরে এই ফোনটির ৫জি মডেলও লঞ্চ হয়েছে সম্প্রতি। তবে বাংলাদেশে যেহেতু এখন পর্যন্ত বাণিজ্যিকভাবে ৫জি চালু হয়নি, তাই আপাতত ফোনটির ৪জি ভার্সন নিয়ে আসছে ভিভো। অবশ্য ৪জি ভার্সনের দাম ৫জি ভার্সনের তুলনায় কিছুটা কম হবে।
ভিভো ওয়াই ৩৩এস ফোনটি একটি মধ্যম বাজেটের স্মার্টফোন। যারা কিছুটা বাজেটের মধ্যে আধুনিক সুযোগ সুবিধা চান তাদের জন্য এই ফোনটি মানানসই হতে পারে। আপনি যদি অনেক টাকা খরচ না করে মোটামুটি বাজেটে শক্তিশালী একটি ফোন চান তাহলে ভিভো Y33s ফোনটি আপনার পছন্দ হওয়ার কথা।
শুধু তা-ই নয়, নতুন লঞ্চ করা এই ফোনটির সাথে লাখ লাখ টাকার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ভিভো। ফোনটি কিনে ক্রেতারা পেতে পারেন তিনটি মূল পুরস্কারের মধ্যে যেকোনো একটি।
এর মধ্যে প্রথম পুরস্কার হচ্ছে ৩৩ হাজার টাকা। দ্বিতীয় পুরস্কার ভিভো Y33s ফোনের দামের ওপর ৫০% ডিসকাউন্ট। আর তৃতীয় পুরস্কার হচ্ছে একটি ব্যাকপ্যাক। ভাগ্যবান ক্রেতারা পাবেন এসব পুরস্কার। আরো আছে মোবাইল ডাটা অফার (৩৩জিবি, ১৫জিবি, ১২জিবি)।
সব মিলিয়ে অনেককে পুরস্কার দেওয়া হবে, যার সর্বমোট মূল্য লাখ টাকার বেশি হবে, ভিভোর ঘোষণা থেকে এমনই বোঝা যাচ্ছে।
এবারে চলুন জেনে নিই ভিভো Y33s ফোনটির বিস্তারিত ফিচারঃ
- ডিসপ্লেঃ ৬.৫৮ ইঞ্চি এলসিডি, ২৪০৮ x ১০৮০পি (ফুলএইচডি+)
- র্যামঃ ৮জিবি (ভার্চুয়াল র্যাম হিসেবে আরও ৪জিবি যোগ করা যাবে)
- স্টোরেজঃ ১২৮জিবি
- ওজনঃ ১৮২ গ্রাম
- পুরুত্বঃ ৮মিলিমিটার
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮০
- ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
- চার্জিংঃ ১৮ ওয়াট ফাস্ট চার্জিং
- মূল ক্যামেরাঃ ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল
- ফ্রন্ট ক্যামেরাঃ ১৬ মেগাপিক্সেল
- ফিঙ্গারপ্রিন্টঃ সাইড মাউন্টেড
- ওএসঃ এন্ড্রয়েড ১১ ভিত্তিক ভিভো ফানটাচ ওএস ১১
🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥
ব্ল্যাক এবং গোল্ড এই দুই রকম কালারে বাংলাদেশে পাওয়া যাবে ভিভো Y33s স্মার্টফোন। যদিও দেশের বাইরে এর নীলচে একটি কালার ভ্যারিয়েন্ট পাওয়া যায়। ফোনটির দাম ২০ হাজার ৯৯০ টাকা।
স্মার্টফোনটি ভিভো অনলাইন শপ থেকে এখনই প্রি-অর্ডার করা যাচ্ছে। সাধারণত প্রি-অর্ডারের এক সপ্তাহের মধ্যে ফোনগুলো ভিভো ব্র্যান্ড শপেও পাওয়া যায়। তাই আপনি ফোনটি কিনতে চাইলে নিকটস্থ ভিভো শোরুমে যোগাযোগ করতে পারেন।
👉 বিভিন্ন মডেলের ভিভো ফোনের দাম জানুন
দাম অনুযায়ী কেমন মনে হচ্ছে ভিভো Y33s ফোনটি? আর হ্যাঁ, ভাগ্যবান হলে আপনি হয়ত পেয়ে যেতে পারেন ক্যাশ প্রাইজ অথবা ৫০% ডিসকাউন্ট! সব মিলিয়ে এই অফারটি কেমন লাগল? কমেন্টে জানান!
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।
Good