মোবাইলে প্রথম 4K কোয়ালিটির ভিডিও ক্যামেরা আনল এসার!

liquids2বিশ্বের অন্যতম জনপ্রিয় ল্যাপটপ নির্মাতা এসার এখনও পর্যন্ত মোবাইল ফোন তৈরিতে খুব একটা নাম করতে পারেনি। তবে সম্প্রতি তারা এমন একটি স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে যার মধ্যে বিশেষ কিছু আছে। এসারের ৬ ইঞ্চি “লিকুইড এস২” হচ্ছে সেই ডিভাইস। এতে আপনি পাবেন ফোর’কে আল্ট্রা এইচডি ভিডিও ক্যামেরা। অবশ্য, আগামী ৪ সেপ্টেম্বর স্যামসাং গ্যালাক্সি নোট থ্রি’ও এধরনের ফিচার নিয়ে হাজির হবে বলে গুজব রয়েছে।

এন্ড্রয়েড চালিত এসার লিকুইড এস২ তে রয়েছে ৬ ইঞ্চি ফুল এইচডি (১৯২০ x ১০৮০পি) আইপিএস স্ক্রিন- যার পিক্সেল ডেনসিটি ৩৬৮ পিপিআই, ১৩ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ২.২ গিগাহার্টজ কোয়াড কোর স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসর, ২জিবি র‍্যাম, ১৬জিবি স্টোরেজ, ৩৩০০ এমএএইচ ব্যাটারি, ফোরজি, ওয়াইফাই প্রভৃতি।

অক্টোবরে ইউরোপের মার্কেটে কিনতে পাওয়া যাবে এসার লিকুইড এস২ স্মার্টফোন। তবে এটি আন্তর্জাতিক বাজারে কবে আসবে কিংবা এর মূল্য কত হবে সে বিষয়ে কিছু জানায়নি এসার।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *