শাওমি MIUI ১৩ এর নতুন ফিচার ও বিস্তারিত জানুন

শাওমিকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। বিশাল প্রোডাক্ট লাইন আর অসাধারণ সব স্মার্টফোনের মাধ্যমে রীতিমতো বাজার মাতিয়ে রাখতে ওস্তাদ। শাওমির প্রোডাক্টসমূহের নিজস্ব ডিজাইন ল্যাংগুয়েজ বাজারের অন্য ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে তাদের আলাদা করেছে। শাওমি ও তাদের সাব-ব্র‍্যান্ডের ফোনগুলোর মূল মৌলিকত্ব এর অপারেটিং সিস্টেমে বিদ্যমান।

শাওমির ফোনগুলো মিইউআই অপারেটিং সিস্টেম দ্বারা চালিত, যা অ্যান্ড্রয়েড এর একটি কাস্টম স্কিন। তবে অ্যান্ড্রয়েড ভিত্তিক হলেও এই অপারেটিং সিস্টেমকে সম্পূর্ণ নিজেদের মত সাজিয়েছে শাওমি। মিইউআই ১২ ছিলো শাওমির এই কাস্টম অ্যান্ড্রয়েড স্কিন এর সর্বশেষ সংস্করণ। সামনে আসতে যাচ্ছে মিইউআই এর নতুন সংস্করণ, মিইউআই ১৩।

নতুন অসংখ্য ফিচারসমৃদ্ধ অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক মিইউআই ১৩ (MIUI 13) এর আপডেট পাবে শাওমি, রেডমি ও পোকো ব্র‍্যান্ডের ফোনগুলো। এই পোস্টে মিইউআই ১৩ এর নতুন ফিচারসমূহ ও কোন কোন ডিভাইস মিইউআই ১৩ এর আপডেট পাবে, তা জানতে পারবেন।

মিইউআই ১৩ এর ফিচারসমূহ – MIUI 13 Features

মিইউআই ১৩ এর বেশকিছু নতুন ফিচার ও পরিবর্তন সম্পর্কে ইতোমধ্যে জানিয়েছে শাওমি। এছাড়াও লিক এর মাধ্যমেও মিইউআই ১৩ এর ফিচারসমূহ সম্পর্কে জানা গেছে। মিইউআই ১৩তে অ্যান্ড্রয়েড ১২ এর নতুন ফিচারসমূহের সাথে সাথে নিজস্ব কিছু পরিবর্তন যুক্ত করেছে শাওমি।

চলুন জেনে নেওয়া যাক মিইউআই ১৩ এর সম্ভাব্য ফিচার ও পরিবর্তনসমূহ সম্পর্কে।

নতুন এনিমেশন, আইকন ও ফ্লোটিং উইজেট

লিক থেকে জানা গেছে, মিইউআই ১৩ তে আসতে যাচ্ছে “অপটিমাইজড এনিমেশন।” তবে এনিমেশনে কি ধরনের পরিবর্তন আসবে তা নিয়ে পরিপূর্ণ কিছু জানা যায়নি। মূলত অ্যান্ড্রয়েড ১২ এর ওয়ালপেপার ভিত্তিক থিমিং ফিচারটি আসতে যাচ্ছে মিইউআই ১৩ তে।

মিইউআই এর সম্পূর্ণ ইউআই জুড়ে আগের চেয়ে স্মুথ ও ন্যাচারাল এনিমেশন চোখে পড়বে, যার মধ্যে সিস্টেম আইকনসমূহের নতুন ডিজাইনও অন্তর্ভুক্ত রয়েছে। কিছু লিক হওয়া স্ক্রিনশটে দেখা যায়, অনেকটা আইওএস ১৪ এর উইজেটের মত হতে যাচ্ছে মিইউআই ১৩ এর উইজেটসমূহ।

উন্নততর পাওয়ার ম্যানেজমেন্ট

পাওয়ার অপটিমাইজেশনে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে মিইউআই ১৩ তে। বিশেষ করে লো ব্যাটারি মোডে এই উন্নতি বেশ চোখে পড়বে। এই লো পাওয়ার মোড চালু করলে সম্পূর্ণ ইউআই কম রিসোর্স ব্যবহার করবে। এছাড়াও একাধিক ব্যাটারি স্টেজ যুক্ত হচ্ছে এই পাওয়ার ম্যানেজমেন্ট ফিচারে। আবার এক্সট্রিম সিচুয়েশনের জন্য আলট্রা পাওয়ার সেভিং মোডেও আসছে পরিবর্তন ও উন্নতি।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

নতুন অলওয়েজ-অন ডিসপ্লে সাপোর্ট

অলওয়েজ-অন ডিসপ্লের ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে মিইউআই ১৩ তে। ধারণা করা হচ্ছে বিভিন্ন লাইটিং কন্ডিশনে স্বয়ংক্রিয়ভাবে এডজাস্ট করতে পারবে মিইউআই ১৩ এর অলওয়েজ-অন ডিসপ্লে ফিচারটি। এছাড়াও অলওয়েজ-অন ডিসপ্লেতে নোটিফিকেশন ম্যানেজমেন্টেও উন্নতি আসতে পারে।

শেয়ার স্ক্রিনে অ্যাপ পিনিং

যারা শেয়ার ফিচার বেশি ব্যবহার করেন, তাদের জন্য মিইউআই ১৩ তে সুখবর থাকছে। যেকোনো অ্যাপ থেকে শেয়ার ক্রিনের প্রদর্শিত অ্যাপসমূহ পিন করা যাবে। অর্থাৎ আপনি যদি টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ বেশি ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে শেয়ারিং মেন্যুতে অ্যাপ দুইটি যোগ করে বেশ দ্রুত যেকোনো কিছু শেয়ার করতে পারবেন মিইউআই ১৩ তে।

এডভান্সড প্রাইভেসি সেটিংস

মিইউআই বরাবরই বিজ্ঞাপন প্রদর্শনের জন্য সমালোচিত ছিলো, যা প্রাইভেসির ক্ষেত্রেও একটি বিশাল সমস্যা। মিইউআই ১৩ তে নতুন ফিচার ও অপশন আসতে পারে যা ব্যবহার করে ডিভাইসের প্রাইভেসি অপটিমাইজ ও কাস্টমাইজ করা যাবে। অ্যান্ড্রয়েড ১২ এর প্রাইভেসি ড্যাশবোর্ড ফিচার যুক্ত হতে যাচ্ছে মিইউআই ১৩ তে।

নোটিফিকেশন ম্যানেজমেন্ট

সম্পূর্ণ নোটিফিকেশন ম্যানেজমেন্ট এক্সপেরিয়েন্স আরো ভালো হতে যাচ্ছে মিইউআই ১৩ তে। নতুন মিইউআই এর সংস্করণে কাস্টমাইজেবল ফ্যাক্টর এর উপর ভিত্তি করে নোটিফিকেশন এলার্ট এডজাস্ট করা যাবে। নোটিফিকেশন প্যানেল ও কুইক সেটিংস মেন্যুতেই দেখা মিলতে পারে নতুন নোটিফিকেশন ম্যানেজমেন্ট ফিচারসমূহের।

👉 শাওমি ও রেডমি ফোনের দাম জানুন

একনজরে মিইউআই ১৩ এর ফিচার

  • ইম্প্রুভড ইউজার ইন্টারফেস
  • অপটিমাইজড এনিমেশন
  • এনহেন্সড টাচ সেন্সিটিভিটি
  • ইম্প্রুভ স্ক্রলিং স্ক্রিনশট
  • ন্যাটিভ স্ক্রিন রেকর্ডিং সাপোর্ট
  • নতুন থিম ডিজাইন ও ইম্প্রুভড জেশ্চার
  • এনহেন্সড অলওয়েজ অন ডিসপ্লে
  • এয়ারপ্লেন মোড শিডিউল ফিচার
  • সোশ্যাল মিডিয়ার জন্য ইম্প্রুভড নোটিফিকেশন প্যানেল
  • ফাস্ট চার্জিং ইম্প্রুভমেন্ট
  • ফ্লেক্সিবল স্টোরেজ এক্সপেরিয়েন্স
  • ব্যাটারি পারফরম্যান্স বাড়াতে নতুন পাওয়ার সেভিং মোড
  • নতুন ও পুরোনো নোটিফিকেশন ম্যানেজ করতে এনহেন্সড নোটিফিকেশন সিস্টেম 
Xiaomi redmi 10

যেসব ডিভাইস মিইউআই ১৩ আপডেট পাবে

২০১৯ সালের পরে মুক্তি পাওয়া প্রায় সকল শাওমি ডিভাইস, অর্থাৎ মি, রেডমি ও পোকো সিরিজের অসংখ্য ফোন মিইউআই ১৩ এর আপডেট পেতে যাচ্ছে। লম্বা সময় ধরে আপডেট প্রদান করা মিইউআই এর একটি স্ট্রং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। একদম ফ্ল্যাগশিপ থেকে শুরু করে মিড-রেঞ্জ, এমনকি বাজেট স্মার্টফোনেও আসতে যাচ্ছে মিইউআই ১৩ এর আপডেট।

মিইউআই ১৩ এর বেটা আপডেট অ্যান্ড্রয়েড ১২ এর সাথে সাথে রোল আউট করা হয় মি ১১ আলট্রা, মি ১১ ও মি ১১আই ডিভাইস তিনটির জন্য। পরে মি সিরিজের ও কে সিরিজের কিছু ফোনেও আসে এই আপডেট।

👉 ভিভো মোবাইলের দাম জানুন

মি সিরিজ – Mi Series

যেসব মি সিরিজের ফোন মিইউআই ১৩ এর আপডেট পাবে, সেগুলো হলোঃ

  • মি ১১ সিরিজঃ মি ১১ আলট্রা, মি ১১, মি ১১ প্রো, মি ১১এক্স, মি ১১এক্স প্রো, মি ১১ লাইট
  • মি ১০ সিরিজঃ মি ১০টি প্রো, মি ১০টি, মি ১০টি লাইট, মি ১০ ৫জি, মি ১০ আলট্রা, মি ১০ ইয়ুথ ৫জি, মি ১০ লাইট ৫জি, মি ১০ প্রো ৫জি
  • মি নোট ১০ সিরিজঃ মি নোট ১০ লাইট, মি নোট ১০, মি নোট ১০ প্রো
  • মি ৯ সিরিজঃ মি ৯ প্রো ৫জি, মি ৯ প্রো, মি ৯ এক্সপ্লোরার এডিশন
  • মি সিসি৯ প্রো
  • মি মিক্স আলফা

রেডমি কে সিরিজ – Redmi K Series

রেডমি কে (K) সিরিজের যেসব ফোন মিইউআই ১৩ এর আপডেট পাবে, সেগুলো হলোঃ

  • রেডমি কে৪০ সিরিজঃ রেডমি কে৪০, রেডমি কে৪০ প্রো, রেডমি কে৪০ প্রো+, রেডমি কে৪০ গেমিং এডিশন
  • রেডমি কে৩০ সিরিজঃ রেডমি কে৩০ আলট্রা, রেডমি কে৩০ আলট্রা, রেডমি কে৩০আই ৫জি, রেডমি কে৩০ ৫জি রেসিম, রেডমি কে৩০ প্রো জুম, রেডমি কে৩০ প্রো, রেডমি কে৩০, রেডমি কে৩০ ৫জি
  • রেডমি কে২০ সিরিজঃ রেডমি কে২০ প্রো প্রিমিয়াম, রেডমি কে২০ প্রো

👉 রিয়েলমি ফোনের দাম জানুন

রেডমি নোট সিরিজ – Redmi নোট Series

রেডমি নোট সিরিজের যেসব ফোন মিইউআই ১৩ আপডেট পাবে, সেগুলো হলোঃ

  • রেডমি নোট ৯ সিরিজঃ রেডমি নোট ৯ প্রো, রেডমি নোট ৯, রেডমি নোট ৯এস, রেডমি নোট ৯ প্রো ম্যাক্স
  • রেডমি ৯ সিরিজঃ রেডমি ৯ প্রাইম, রেডমি ৯আই, রেডমি ৯, রেডমি ৯এ, রেডমি ৯সি, রেডমি ৯আই
  • রেডমি ১০এক্স সিরিজঃ রেডমি ১০এক্স প্রো ৫জি, রেডমি ১০এক্স ৫জি, রেডমি ১০এক্স ৪জি

পোকো মোবাইল – Poco Mobile

পোকো ব্র‍্যান্ডের যেসব ফোন মিইউআই ১৩ এর আপডেট পাবে, সেগুলো হলোঃ

  • পোকো এক্স সিরিজঃ পোকো এক্স৩ এনএফসি, পোকো এক্স৩, পোকো এক্স৩ প্রো, পোকো এক্স২ প্রো (এফ২ প্রো), পোকো এক্স২
  • পোকো এম সিরিজঃ পোকো এম৩, পোকো এম২ প্রো, পোকো এম২
  • পোকো সি৩

👉 পোকো মোবাইলের দাম জানুন

২০২২ সালের মধ্যে উল্লেখিত সকল ডিভাইসমুহ মিইউআই ১৩ এর আপডেট পাবে বলে আশা করা যাচ্ছে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

2 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *