এন্ড্রয়েড ১০ এর উপর ভিত্তি করে নির্মিত নিজেদের সফটওয়্যার স্কিনের নতুন ভার্সন মিইউআই ১২ নিয়ে আসল শাওমি। নতুন ইউআই, উন্নত সুরক্ষা ব্যবস্থা, নতুন ডার্ক মোড সহ আরো অসংখ্য ফিচার যুক্ত করা হয়েছে মিইউআই ১২ এ।
আপনি চাইলে মিইউআই ১২ এর নতুন উল্লেখযোগ্য ১৫ টি ফিচার এবং পরিবর্তন সম্পর্কে জেনে নিতে পারেন এই লিংক থেকে। যেসব ফোন মিইউআই ১২ এর আপডেট পাবে, তার একটি তালিকাও প্রকাশ করেছে শাওমি। চলুন জেনে নেওয়া যাক।
যেসব ডিভাইস মিইউআই ১২ আপডেট পাবে
তিনটি আলাদা ধাপে মিইউআই ১২ এর আপডেট পৌঁছে দেয়া হবে শাওমি ফোন ব্যবহারকারীদের কাছে। প্রথম ধাপে মোট ১১ টি ডিভাইস মিইউআই ১২ এর আপডেট পাবে। ক্রমান্বয়ে তালিকাভুক্ত ৩৮ টি ডিভাইসই মিইউআই ১২ এর আপডেট পাবে। নিচে তালিকাটি দেয়া হল।
প্রথম ধাপ (জুনের শেষের দিকে)
- মি ১০
- মি ১০ প্রো
- মি ১০ ইয়ুথ এডিশন
- মি ৯ প্রো ৫জি
- মি ৯
- রেডমি কে৩০ প্রো/ কে৩০ প্রো জুম
- রেডমি কে৩০ ৫জি / ৪জি
- রেডমি কে২০ প্রো/ কে২০ প্রো প্রিমিয়াম এডিশন
- রেডমি কে২০
দ্বিতীয় ধাপ
- মি মিক্স ৩
- মি মিক্স ২এস
- মি সিসি৯ প্রো
- মি সিসি৯ মিটু এডিশন
- মি৯ এসই
- মি ৮ ট্রান্সপারেন্ট এডিশন
- রেডমি নোট ৮ প্রো
- রেডমি নোট ৭ প্রো
- রেডমি নোট ৭
তৃতীয় ধাপ
- মি সিসি৯ই
- মি নোট ৩
- মি ম্যাক্স ৩
- মি ৮ ইয়ুথ এডিশন
- মি ৮ এসই
- মি মিক্স ২
- মি ৬এক্স
- রেডমি নোট ৮
- রেডমি ৮
- রেডমি ৮এ
- রেডমি ৭
- রেডমি ৭এ
- রেডমি ৬ প্রো
- রেডমি ৬
- রেডমি ৬এ
- রেডমি নোট ৫
- রেডমি এস২
উল্লেখ্য যে, উপরোক্ত তালিকায় রেডমি নোট ৯ প্রো, পোকো এক্স ২ কিংবা মি ১০ লাইট এর মত নতুন ডিভাইসগুলোকে তালিকাভুক্ত করা হয়নি। উপরোক্ত তালিকায় শাওমি শুধুমাত্র তাদের চায়নাতে মুক্তি পাওয়া ফোনগুলোকে অন্তর্ভুক্ত করেছে। অর্থাৎ মিইউআই ১২ এর আপডেট খুব শীঘ্রই গ্লোবালি মুক্তি পাবে। তবে কভিড-১৯ মহামারীর কারণে পেছাতে পারে মিইউআই ১২ এর গ্লোবাল আপডে মুক্তির সময়। আশা করা হচ্ছে মে মাসের ১৯ তারিখ মিইউআই ১২ এর গ্লোবাল ভার্সন রিলিজ হবে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।