ফিনিশ মোবাইল নির্মাতা নকিয়ার উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেম চালিত পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন লুমিয়া ৯২৮ এর ছবি লিক হয়েছে। নেটওয়ার্ক অপারেটর ভেরিজনের ব্যানারে বাজারে আসতে অপেক্ষমাণ এই ভ্যারিয়েন্টটির দুটি ছবিতে লুমিয়া ৯২৮ এর ফ্রন্ট ও ব্যাক ভিউ পাওয়া যাচ্ছে।
টুইটার একাউন্ট @evleaks এক টুইট বার্তায় হ্যান্ডসেটটির উক্ত ইমেজ পোস্ট করেছে। ইতোপূর্বে একই সূত্র থেকে নকিয়াসহ অন্যান্য কোম্পানির বেশ কিছু পণ্যের খবর আগে থেকে পাওয়া গিয়েছে এবং পরবর্তীতে সেগুলো বাস্তব বলেও প্রমাণ হয়েছে।
ছবিতে যা দেখা যাচ্ছে এবং বিভিন্ন অনলাইন সূত্র যা বলছে সেগুলো থেকে জানা যায়, নতুন এই লুমিয়া স্মার্টফোনে জেনন ফ্ল্যাশ, ১.৫ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর, ৩২ গিগাবাইট স্টোরেজ, ১ গিগাবাইট র্যাম, কার্লজেইস অপটিক্যাল যুক্ত পিওরভিউ ক্যামেরা প্রভৃতি থাকবে।
৪.৫ ইঞ্চি স্ক্রিন বিশিষ্ট লুমিয়া ৯২৮ স্মার্টফোনটি ফোরজি এলটিই নেটওয়ার্ক সমর্থন করবে। ডিভাইসটি ১০.২ মিলিমিটার থেকে ১১.২ মিলিমিটার (কার্ভযুক্ত অংশে) পর্যন্ত পুরু হবে।
এতে আপনি একই সাথে এলটিই এবং ভয়েস সার্ভিস ব্যবহার করতে পারবেন। তবে হ্যান্ডসেটটিতে অ্যালুমিনিয়াম বডি থাকবে কিনা সেটি এখনও নিশ্চিত নয়। লুমিয়া ৯২৮ স্মার্টফোন দিয়ে স্যামসাং, অ্যাপল ও অন্যান্য কোম্পানির বর্তমান বাজারে চলমান ফ্ল্যাগশিপ স্মার্টফোনসমূহের প্রতি জবাব দেবে নকিয়া। অন্তত কোম্পানিটির সিইও স্টিফেন ইলপের সাম্প্রতিক আত্নবিশ্বাসী আচরণে তাই ধারণা করা যাচ্ছে।
সম্প্রতি ফিনল্যান্ডের ন্যাশনাল টেলিভিশনকে এক সাক্ষাৎকার দেয়ার সময় তিনি কৌতুকের ছলে অনুষ্ঠানটির উপস্থাপকের আইফোন ফ্লোরে ছুঁড়ে মেরেছিলেন এবং ঐ হোস্টকে একটি নকিয়া হ্যান্ডসেট দিয়ে অ্যাপল নির্মিত ডিভাইসটির স্থান পূরণের প্রতিশ্রুতি দেন। তাহলে লুমিয়া ৯২৮ ই কি সেই আকাঙ্ক্ষিত স্মার্টফোন? উত্তর মিলবে শীঘ্রই। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন!
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।