গ্রামীণফোনে পাচ্ছেন ৩৫৯০ টাকায় এন্ড্রয়েড স্মার্টফোন ও ফ্রি ইন্টারনেট!

Smart_offer_With_Smartphone_Inner_optimized

গ্রামীণফোন দিচ্ছে সিম্ফনি ই৭৮ (Symphony E78) স্মার্টফোন মাত্র ৩৫৯০ টাকায়। সাথে পাবেন ৫০০ মেগাবাইট ফ্রি ডেটা। এরপর গ্রাহকগণ ১০০ টাকায় ২০০ মিনিট (জিপি-জিপি) কিনলে সাথে পাবেন আরও ৫০০এমবি ফ্রি ইন্টারনেট, যার মেয়াদ ১৫ দিন। সিম্ফনি ই৭৮ ফোনে থাকছে এন্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট ওএস, ৪ ইঞ্চি ডাব্লিউভিজিএ স্ক্রিন, ২ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ১.৩ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর, ৫১২ মেগাবাইট র‍্যাম, ইন্টারনাল স্টোরেজ ৪জিবি, মেমোরি কার্ড সাপোর্ট, থ্রিজি, ওয়াইফাই, ১৪০০ এমএএইচ ব্যাটারি প্রভৃতি।

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,504 other subscribers

শর্তাবলি

  • গ্রাহকগণ এই অফারে জিপি সিম ট্যাগ করলে পাবেন ৫০০ এমবি ডাটা ফ্রি, যার মেয়াদ ৭ দিন।
  • অফারটি শুধুমাত্র প্রিপেইড গ্রাহকগণের জন্য প্রযোজ্য
  • Symphony E78 স্মার্টফোন ক্রয় করে ফ্রি ডাটা উপভোগ করতে ট্যাগ করতে হবে। ট্যাগ করতে “SM” লিখে ৫০৫০ নম্বরে পাঠাতে হবে
  • ২০০ জিপি-জিপি মিনিট ক্রয় করতে গ্রাহককে “Smart” লিখে ৫০৫০ নম্বরে পাঠাতে হবে। ১০০ টাকা+ভ্যাট+সম্পূরক শুল্ক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে চার্জ করা হবে এবং ২০০ মিনিটের সাথে পাবেন ৫০০এমবি ফ্রি ইন্টারনেট
  •  গ্রাহকগণ দুই মাসে সর্বোচ্চ ছয়বার ২০০ মিনিট-এর অফারটি কিনতে পারবেন। অফারটি পেতে গ্রাহককে প্রতিবার SMS পাঠাতে হবে এবং প্রতিবার একই পরিমাণ টাকা চার্জ করা হবে। ফ্রি ডাটার মেয়াদ ৭ দিন
  • ২০০ জিপি-জিপি মিনিট এবং ৫০০এমবি ফ্রি ডাটার মেয়াদ ১৫ দিন। বোনাস ৫০০এমবি ডাটা শুধুমাত্র রাত ২টা থেকে দুপুর ১২টার মধ্যে ব্যবহার করা যাবে
  • ক্যাম্পেইন ট্যাগিং ২ মাস পর্যন্ত চালু থাকবে এবং SMS-এর মাধ্যমে রেজিস্ট্রেশন করার পর গ্রাহক ২ মাসে সর্বোচ্চ ৬ বার অফারটি ক্রয় করতে পারবেন
  •  *৫৬৭# ডায়াল করে বোনাস ডাটা চেক করা যাবে
  • “Check SMART”  লিখে ৫০৫০ নম্বরে পাঠিয়ে গ্রাহক কতবার অফারটি গ্রহণ করেছেন তা জানতে পারবেন। *৫৬৬*৩৩# ডায়াল করে গ্রাহক ডাটা ব্যালেন্স চেক করতে পারবেন
  • একটি IMEI নম্বরে একটি MSISDN-ই ট্যাগ করা যাবে। তাই অফারটি পেতে একটি IMEI-এর বিপরীতে একাধিক MSISDN ব্যবহার করা যাবে না
  • প্রযোজ্য গ্রাহকগণকে SMS-এর মাধ্যমে ফ্রি ডাটা সম্পর্কে জানানো হবে
  • ২ ফেব্রুয়ারি ২০১৬ পর্যন্ত অফারটি চলবে
  • ফোনটি কিনতে গ্রামীণফোন সেন্টারে যোগাযোগ করুন
  • ৩% সম্পূরক শুল্ক এবং সম্পূরক শুল্কসহ সকল চার্জের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য
  • ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট www.grameenphone.com অথবা কল করুন ১২১-এ
  • হ্যান্ডসেট-টির বিক্রয়োত্তর সেবার জন্য Symphony কাস্টমার কেয়ার-এ যোগাযোগ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *